খুলনা জেলা আইনজীবী সমিতির নির্বাচন স্থগিত করায় সাধারণ আইনজীবীদের প্রতিবাদ সভা অনুষ্ঠিত
খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনী তফসিল ঘোষণা করে আকস্মিকভাবে স্থগিত করার প্রতিবাদে সাধারণ আইনজীবীদের উদ্যোগে এক প্রতিবাদ সভা আজ সোমবার দুপুর ২টায় খুলনা জেলা আইনজীবী সমিতি ভবনের ৪নং হলরুমে অনুষ্ঠিত হয়। অ্যাড. মোঃ বাবুল হাওলাদার এর সভাপতিত্বে এবং অ্যাড. এস এম মাসুদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিনিয়র আইনজীবী অ্যাড. এম মাফতুন আহমেদ। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন অ্যাড. নাহিদ সুলতানা, অ্যাড. আতোয়ার জোয়ার্দার, অ্যাড. আব্দুল্লাহ আল মামুন, অ্যাড. মনোরঞ্জন বাইন, অ্যাড. মেহেদী হাসান, অ্যাড. প্রশান্ত বিশ্বাস, অ্যাড. শামীমুল ইসলাম, অ্যাড. অসিত তরফদার, অ্যাড. মোঃ মোশাররফ শেখ, অ্যাড. ফারহানা ইয়াসমিন, অ্যাড. বঙ্কিম রায়, অ্যাড. মিঠু সাধক প্রমুখ। এ সময়ে বক্তারা বলেন, নির্বাচনী তফসিল ঘোষণা করে, ফরম বিক্রী করে, গঠনতান্ত্রিক বিধি-বিধানকে উপেক্ষা করে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে আকস্মিকভাবে নির্বাচন স্থগিত করার ঘোষণা আমাদেরকে বিস্মিত করেছে। এহেন ঘটনা ঐতিহ্যবাহী খুলনা জেলা আইনজীবী সমিতির সকল রেওয়াজ, প্রথাকে ভঙ্গ করেছে। গঠনতন্ত্র এ রকম সিদ্ধান্ত অনুমোদন করে না। অনতিবিলম্বে এহেন ন্যাক্কারজনক সিদ্ধান্ত প্রত্যাহার করে নির্বাচনের প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান বক্তারা। খুলনা জেলা আইনজীবী সমিতিতে কোনো নব্য ফ্যাসিবাদের স্থান হবে না বলে হুশিয়ারী উচ্চারণ করে বক্তারা বলেন, প্রয়োজনে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।