স্থানীয় সংবাদ

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে মুক্তিপন দাবী

# পুলিশের তৎপরতায় ভিকটিম উদ্ধার :২ টি মোটরসাইকেল জব্দ #

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পল্লীতে টিনশেড বাড়ী ভাড়া নেয়ার কথা বলে শহর থেকে ডেকে নিয়ে বাড়ী মালিক কে প্রকাশ্য দিবালোকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে সন্ত্রাসীরা। তবে ঘটনার সাথে সাথে পুলিশের তৎপরতায় ভিকটিম মিজানুর রহমান ওরফে বাদশা (৪৫) কে উদ্ধ্রা ও অপহরনকারীদের ফেলে যাওয়া ২ টি মটরসাইকেল জব্দ করা হয়েছে। অপহরনকারী সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত আছে। আর এ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুরের দিকে বাগেরহাট সদর উপজেলার পাটরপাড়া গ্রামে। ঘটনা বিষয়ে ভিকটিম পরিবার ও পুলিশ জানায়, বাগেরহাট শহরের হরিনখানা এলাকার পান্না মিয়ার ছেলে মিজানুর রহমান ওরফে বাদশার গ্রামের বাড়ী সদর উপজেলার পাটরপাড়া এলাকার টিনশেড বাড়ী ভাড়া নিবে বলে দুস্কৃতিকারী মঙ্গলবার সকালে ডেকে নেয়। পরে তারা বাদশা আটকে রেখে পরিবারের কাছে মুক্তিপন দাবী করে। বিষয়টি বাদশার স্ত্রী তাৎক্ষনিকভাবে তাদের পরিচিত বাগেরহাট সদর মডেল থানার এএসআই মোকাররম হোসেন কে জানায়। মোকাররম হোসেন সিভিল পোশাকে দ্রুত ঘটনাস্থলে যায় এবং অপহরনকারীদের সাথে ধস্তাধস্তি করে আহত হলেও ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হয়। এ খবর পেয়ে থানা থেকে আরো পুলিশ যাওয়ার খবর পেয়ে ১০/১২ জনের অপহরনকারী দল ২টি মটরসাইকেল ফেলে রেখে পালিয়ে যায়। পুলিশ ভিকটিম কে উদ্ধার ও অপরহরনকারীদের ব্যবহ্নত ২ টি মটরসাইকেল জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনা বিষয়ে বাগেরহাট সদর মডেল থানার ওসি মোঃ সাইদুর রহমান জানান, অপরহরন কারীদের ধস্তাধস্তিতে এএসআই মোর্কারম সামান্য আহত হলেও ভিকটিম কে উদ্ধার করতে সক্ষম হয়। এসময় অপহরনকারীদের ২ টি মটরসাইকেল জব্দ করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে। আসামীদের গ্রেফতারে জোর চেষ্টা চলছে।।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button