বটিয়াঘাটায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের চোরাই মালামাল আটক

বটিয়াঘাটা প্রতিনিধি : বটিয়াঘাটা থানা পুলিশ ৩০ অক্টোবর বুধবার ভোর ৫ টায় রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন মালামাল আটক করেছে। সূত্র প্রকাশ,চোর সিন্ডিকেট চক্র বাগেরহাট জেলার রামপাল থানাধীন তাপ বিদ্যুৎ কেন্দ্রের লোহার যন্ত্রাংশ সহ বিভিন্ন মালামাল ট্রাকের যোগে নিয়ে যাচ্ছিল। পরে ট্রাকটিকে সন্দেহ হলে বাইনতলা বাজার নাইট গার্ড ও এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় চোরাই মালামাল সহ ট্রাকটি আটক করে। পরবর্তীতে বাজার কমিটি আটককৃত মালামাল বাইনতলা পুলিশ ক্যাম্পে হস্তান্তর করে। উদ্ধারকৃত মালামালের ওজন আনুমানিক ২ টন। যাহার বাজার মূল্য আনুমানিক এক লাখ টাকা। এই ঘটনায় মোঃ ইসহাক শেখ,(২৫) নামের ড্রাইভারকে আটক করে জনতা। আটককৃত ট্রাকের নাম্বার যশোর ন-১১০৬৪১। বটিয়াঘাটা থানা অফিসার ইনচার্জ মোস্তফা খায়রুল বাশার এর কাছে জানতে চাইলে তিনি এই প্রতিবেদককে জানান তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।