স্থানীয় সংবাদ

নিসচার খুলনায় স্মারকলিপি প্রদান

স্টাফ রিপোর্টারঃ নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) উদ্যোগে প্রধান উপদেষ্টা বরাবর খুলনায় স্মারকলিপি প্রদান করা হয়েছে। বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলামের কাছে স্মারকলিপি হস্তান্তর করেন নিসচার খুলনা মহানগর শাখার নেতারা। এসময় উপস্থিত ছিলেন, নিরাপদ সড়ক চাই (নিসচা) খুলনা মহানগর শাখার সভাপতি শেখ মো. নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, সহ-সাধারণ সম্পাদক শেখ মো. মেরাজ হোসেন প্রমুখ। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, গত ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস’২৪ এর সরকারি অনুষ্ঠানে দিবসটির প্রস্তুতি সভায় সেখানে নিরাপদ সড়ক চাই-এর ভূমিকাকে গৌণ করে রেখেছিল। এরই প্রতিবাদে খুলনা জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে জানাতে চাই, নিরাপদ সড়ক চাই এই আন্দোলনটি ইলিয়াস কাঞ্চন-এর একার হলেও এটা এখন ১৮কোটি মানুষের প্রাণের দাবীতে পরিণত হয়েছে। এখন এটা সর্বজনবিদিত। কোনো অবস্থানে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেবে না সড়ক যোদ্ধারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button