স্থানীয় সংবাদ
নগরীতে ৪ পিস স্বর্ণের বারসহ গ্রেফতার-১

স্টাফ রিপোর্টারঃ লবণচরা থানা পুলিশ ৩০ অক্টোবর সকালে নগরীর ঠিকরাবন্দ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে পল্লী বিদ্যুৎ সমিতির পশ্চিম পাশে জিন্নাত মেডিকেল পয়েন্ট এর সামনে থেকে মোঃ রবিউল হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করে। তাকে ৪ পিস স্বর্ণের বারসহ হাতেনাতে গ্রেফতার করে। সে মাদারীপুর জেলার কালকিনী রায়নন্দপুর মোল্লারহাটের বাসিন্দা আলমগীর সরদারের ছেলে।