আড়ংঘাটা বাইপাস সড়কে মানববন্ধন

# ২৮/১ পোল্ডারে বহিরাগত/ অন্য পোল্ডারের পানি ঢুকানোর প্রতিবাদে #
স্টাফ রিপোর্টার ঃ নগরীর আড়ংঘাটা থানা এলাকার বাইপাস সড়ক (শানতলা) সংলগ্নে ২৮/১ পোল্ডারবাসীর উদ্যোগে বুধবার (৩০ অক্টোবর) সকাল ১১ টায় ২৮/১ পোল্ডারে বহিরাগত/ অন্য পোল্ডারের পানি ঢুকানোর প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বক্তরা বলেন, এই অঞ্চলের মানুষের বাড়ী-ঘর, ফসলের ক্ষেত, মৎস ঘের পানিতে ঢুবে আছে। এখানকার বাসিন্দারা বর্তমানে মানবেতর জীবন-যাপন করছে। এ অবস্থায় যদি প্রশাসন বা সরকার বৃহত্তর বিল ডাকাতিয়ার পানি আমাদের এই দিকে দেয় তবে আমাদের এই এলাকা পানিতে আরো নিমজ্জিত হবে। এমতাবস্থায় আমরা প্রশাসন ও সরকারের কাছে জোরদার দাবি জানাচ্ছি, হরিহর নদ কেটে বটিয়াঘাটায় মিলাতে হবে এবং শিরোমনির খাল কেটে ভৈরবে মিলাতে হবে। তাহলে বিল ডাকাতিয়াসহ যত বিল আছে তা জলাবদ্ধতার হতে স্থায়ী ভাবে মুক্তি পাবে। বক্তরা আরো বলেন, অত্র পোল্ডারটি লতা, খামারবাটী, ধাইগ্রাম, কুলটী, বাদুরগাছা, শিবপুর, পঞ্চু, আলাইপুর, রাজবাঁধ, ফলইমারী, ঠিকরাবাঁধ, রায়েরমহল, আড়ংঘাটা( আংশিক), চকমথুরাবাদ চক হাসানখালী, রায়েরমহল, হামিদনগর, পাহাড়পুর, পিঁপড়েমারী, ঠিকবাথাঁধ দেয়ানা, গাইকুড়সহ ২৮/২ এর অনেক এলাকা মিলে বিস্তৃত। এই দুই পোল্ডারে অন্য পোল্ডারের পানি ঢুকলে এই অঞ্চলের দুই লক্ষাধিক মানুষ ব্যাপক ক্ষতিগ্রস্থ হবে। সুতারং, এই পানি ঢুকানোর বিরুদ্ধে আমরা সর্বাত্বকভাবে সরকারের সুদৃষ্টি ও সহযোগীতা কামনা করছি। প্রান্তিক চাষী আনন্দ মল্লিকের সভাপতিত্বে ও প্রতাপ কুমার মন্ডলের পরিচালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন ও বক্তৃতা করেন, আড়ংঘাটা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মতলুবুর রহমান মিতুল, সাঃ সম্পাদক রাসেলুজ্জামান রাসেল, নিহা মন্ডল, মধুসূদন মল্লিক, কার্তিক মন্ডল, শরৎ বিশ্বাস, শচীন বিশ্বাস, অমল ঢালী, তাপন বৈরাগী, মহানন্দ মন্ডল, শেখ মেহেদী হাসান দিপু, মিরাজ ভাংগী, মহিদুল শেখ, তৌহিদ বন্দ, দাউদ মোল্লা, গোলাম মওলা, বিপুল মন্ডল, রিপন বৈরাগী, নান্না ফারাজী, লাভলী মন্ডল, রিক্তা মন্ডল, ছন্দা মন্ডল, প্রভাতী মন্ডল, নির্মল মন্ডল, বিপুল সরকার, অর্চনা বিশ্বাস, ইতি বিশ্বাস, নিহার সরকার, প্রদীপ মল্লিক, লিটন, যুধিষ্ঠি বিশ্বাস, অনুতোষ বিশ্বাস, আসাদ শেখ, শ্রীধাম বালা, রঞ্জনসহ বিভিন্ন গ্রাম হতে আগত জলাবদ্ধতায় দূর্ভোগ পড়া ভূক্তভোগী, ক্ষতিগ্রস্থ কৃষাণ-কৃষাণী, মৎস চাষীগন, শত শত নারী-পুরুষ ও সাধারন মানুষ।