স্থানীয় সংবাদ

অবৈধ দখলকৃত খুলনা মহানগর জাপা অফিসের জায়গা উদ্ধারে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন

স্টাফ রিপোর্টা : খুলনা মহানগর জাতীয় পার্টি খুলনা মহানগর অফিসটি দীর্ঘদিন যাবৎ অবৈধ ভাবে দখল করে রেখেছে। যেকারণে জায়গাটির প্রকৃত মালিক ভুক্তভোগী মোঃ আজিজুর গতকাল দুপুর বারোটায় খুলনা প্রেসক্লাবে লিখিত সংবাদ সম্মেলন করেছেন। তিনি বলেন, খুলনা মহানগরীর প্রানকেন্দ্র বেবিট্রেক্সি স্টান্ড এর সাথে জাতীয় পার্টি খুলনা মহানরে অফিসটি বিআরএস.৩৫০৬১/১ নং খতিয়ানের বিআরএস ১০৬৯৫,৮৮৫২৮৮৫৩ দাগের মোট ২১ একর ভুমি আমাদের পৈত্রিক সম্পত্তি। খুলনা মহানগর জাপা অফিসের সাথে বা তাদের কোন নেতার সাথে আমাদের ভাড়ার কোন চুক্তি পত্র নেই। তারা দীর্ঘদিন যাবৎ জোর পূর্বক আমাদের জায়গাটি দখল করে রেখেছে। আমরা আদালত থেকে ডিক্রীপাপ্ত হলেও তারা দখল ছাড়ছেনা। বিগত স্বৈরাশাসক ৯০ দশকে ক্ষমতাচূত্য হলেও আমি বেশ কয়েকবার তাদের কাছে আমাদের পৈত্রিক স্মৃতি বিজড়িত জায়গাটি দখলমুক্ত করে আমাদের জায়গাটি বুঝিয়ে দিতে বেশ কয়েকবার অনুরোধ করলেও তারা ও আওয়ামীলীগ সন্ত্রাসী বাহিনি দিয়ে হুমকি প্রদান করে আসছিল। সময় পরিবর্তনশীল ছাত্রজনতার রক্তে আজ স্বাধীনতা সূর্য পুনরুজ্জীবিত হয়েছে। আজ আমি আমার ন্যায্য অধিকার চাই। আমি আমার পৈত্রিক বাস্তভিটায় থাকতে চাই।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button