খালিশপুর ও খানজাহান আলী থানা বিএনপির ওয়ার্ড সম্মেলন শুরু ৩ নভেম্বর

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর খালিশপুর ও খানজাহান আলী থানা বিএনপির অর্ন্তগত ১২টি ওয়ার্ডে সম্মেলনের তারিখ ঘোষনা করেছে বিএনপি। বুধবার (৩০ অক্টোবর) বিএনপির মিডিয়া সেল প্রদত্ত খবর বিজ্ঞপ্তি জানা গেছে, নভেম্বর মাসের ৩ তারিখ থেকে সম্মেলন শুরু হবে এবং শেষ হবে ১১ ডিসেম্বর। নভেম্বর মাসের ৩ তারিখে সন্ধ্যা ৬টায় খালিশপুর থানার ৭নং ও বিকাল ৩টায় খানজাহান আলী থানার ২নং ওয়ার্ড। ৪ নভেম্বর সন্ধ্যা ৬টায় খালিশপুর থানার ৮নং ওয়ার্ড ও খানজাহান আলী থানার যোগীপোল ইউনিয়ন বিএনপির বিকাল ৩টায়। ৫ নভেম্বর সন্ধ্যা ৬টায় খালিশপুরের ১০নং ওয়ার্ড ও বিকাল ৩টায় খানজাহান আলী থানার আটরা-গিলাতলা ইউনিয়ন। ৮ নভেম্বর বিকাল ৩টায় খালিশপুরের ৯নং ওয়ার্ড ও সন্ধ্যা ৬টায় ১২নং ওয়ার্ড। ৯ নভেম্বর খালিশপুরের ১১নং ওয়ার্ড বিকাল ৩টায়। ১০ নভেম্বর বিকাল ৩টায় খালিশপুরের ১৪নং ওয়ার্ড ও সন্ধ্যা ৬টায় ১৫নং ওয়ার্ড। ১১নভেম্বর খালিশপুরের ১৩নং ওয়ার্ড বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য মহানগর বিএনপির ৩১টি ওয়ার্ড ও তিনটি ইউনিয়ন কমিটির মধ্যে ইতঃমধ্যে ২২টি ওয়ার্ডে সম্মেলন সম্পন্ন করেছে বিএনপি।