নগরীতে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ায় বিভিন্ন হোটেল থেকে ৩২ জন নারী-পুরুষ আটক
# খুলনা থানা পুলিশের অভিযানে #
স্টাফ রিপোর্টার ঃ নগরীতে খুলনা থানা পুলিশের অভিযানে অসামাজিক কার্যকলাপে লিপ্ত হওয়ার অপরাধে ৩২ জন নারী-পুরুষকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (৩০ অক্টোবর) বিকেলে খুলনা থানাধীন এলাকায় বিভিন্ন আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়েছে। পুলিশ জানায়, নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার বিকেলে ডিসি সাউথ মনিরুজ্জামান মিঠুর নেতেৃত্বে নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান পরিচালনা করা হয়। এসময় অসামাজিক কার্যকলাপে জড়িত হওয়ার অপরাধে ৩২ জনকে আটক করা হয়। এর মধ্যে ২৫ জন নারী এবং ৭ জন পুরুষ।
খুলনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনীর উল গিয়াস জানান, নগরীর হোটেল সুন্দরবন, আরাফাত, জেএইচসহ ৭টি আবাসিক হোটেলে এ অভিযান চালানো হয়েছে। ৩২ জন নারী-পুরুষকে আটক করা হয়েছে। এদেরকে বৃহস্পতিবার কোর্টে চালান দেওয়া হবে। এখন থেকে এধরনের নিয়মিত অভিযান চলমান থাকবে।