স্থানীয় সংবাদ

যশোর জেলা বিএনপি অফিসে ভাঙচুর ও অগ্নিসংযোগ মামলায় আরও দুইজন আটক

যশোর ব্যুরো ঃ যশোর জেলা বিএনপির অফিস ভাঙচুর ঘটনার মামলায় আরও দুই আসামিকে আটক করেছে কোতোয়ালি থানা পুলিশ। তারা হলেন,শহরের নীলগঞ্জ সাহাপাড়ার নেপাল অধিকারীর ছেলে সুমন অধিকারী ও খোলাডাঙ্গা সরদার পাড়ার মৃত ফটিক সরদারের ছেলে মাসুদ রানা।
আটকের পর বৃহস্পতিবার ৩১ অক্টোবর তাদেরকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
উল্লেখ্য, গত ৪ আগস্ট বিকেলে যশোর বিএনপির কার্যালয়ে হামলা চালায় দুর্বৃত্ত। এসময় অফিসের বিভিন্ন মালামাল লুটপাট ও ভাঙচুর করা হয়। এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর আওয়ামী লীগের ৬৩ নেতাকর্মীর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেন জেলা বিএনপির আইন বিষয়ক সাবেক সহসম্পাদক ও জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য ফোরামের নেতা শংকরপুর এলাকার অ্যাডভোকেট এমএ গফুর।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button