স্থানীয় সংবাদ

রূপসায় ভ্যান চালককে গলা কেটে হত্যা চেষ্টা : আটক ১

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় জামাল গাজী (৪৭) নামে এক ভ্যানচালকের গলাকেটে হত্যা চেষ্টার ঘটনা ঘটেছে। পুলিশ এ ঘটনায় একজনকে গ্রেফতার করেছে। আহতবস্থায় ভ্যান চালককে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। পুলিশ ও স্থানীয়রা জানায়, উপজেলার শ্রীফলতলা ইউনিয়নের হোসেনপুর এলাকায় জামাল গাজী নামে এক ভ্যানচালক পরিবার নিয়ে বসবাস করে। সে কয়রা উপজেলার মহারাজপুর ইউনিয়নের মঠবাড়িয়া গ্রামের খালেক গাজীর ছেলে। এলাকায় থাকার সুবাদে স্থানীয় সালাম শেখ নামে এক ব্যক্তির সাথে তার পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে সালাম ভ্যান চালক জামালকে জমি ক্রয় করে দেওয়ার কথা অনুযায়ী তার কাছে ৭০হাজার টাকা জমা রাখে বিভিন্ন সময়ে। দীর্ঘদিন হলেও সালাম তাকে জমি ক্রয় করে না দেওয়ায় জমাকৃত টাকা ফেরত চান জামাল। কিন্তু সালাম জমাকৃত টাকা না দেওয়ার তালবাহনা শুরু করেন।
অবশেষে গতকাল ৩০ অক্টোবর রাত আনুমানিক ১০টার দিকে পালের বাজার এলাকা থেকে টাকা দেওয়ার কথা বলে হোসেনপুর এলাকায় জালাল পুলিশের বাড়ির সামনে ফাঁকা জায়গায় ভ্যান চালককে নিয়ে হত্যার উদ্দেশ্েয গলায় ছুরি দিয়ে জবাই করার চেষ্টা করে। ভ্যান চালকের চিৎকার শুনে রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।এ সময় তার শরীরে বিভিন্ন জায়গায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া যায়। ঘটনার সময় ৩/৪জন উপস্থিত ছিল বলে পুলিশ জানায়। ধারালো অস্ত্রের আঘাতে বিভিন্ন স্থানে ৫০টি সেলাই লেগেছে বলে জানায় তার পিত। পুলিশ মূল আসামি সালামকে গ্রেফতার করেছে হোসেনপুর এলাকা থেকে। এব্যাপারে রুপসা থানার অফিসার ইনচার্জ তদন্ত মোঃ মনিরুল ইসলাম জানায়, ভ্যানচালককে হত্যার উদ্দেশ্যে জবাই করার চেষ্টা করে। পরবর্তীতে তাকে উদ্ধার করে খুলনা মেডিকেলে ভর্তি করা হয়েছে। ঘটনার পর অভিযুক্ত সালাম নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button