নিজ শিশু সন্তানকে ধর্ষণ : খুলনায় র্যাবের হাতে পিতা আটক

স্টাফ রিপোর্টার ঃ ঢাকায় নিজ পিতা কর্তৃক চার বছরের শিশু কন্যাকে ধর্ষণের ঘটনায় খুলনার ফুলতলা থানা এলাকা থেকে ধর্ষক পিতাকে গ্রেফতার করেছে র্যাব-৬। গত বুধবার (৩০ অক্টোবর) বিকেলে র্যাব-৬ খুলনার ফুলতলা রেল স্টেশনে এ অভিযান পরিচালনা করেন। গ্রেফতারকৃত ধর্ষক ফুলতলা ঢাকুরিয়া এলাকার মৃত আঃ সালামের ছেলে ইয়াসিন(২৬)। র্যাব সূত্র জানায়, গত ১৬ সেপ্টেম্বর বিকালে ইয়াসিন (২৬) তার চার বছরের কন্যা সন্তানকে নানীর বাড়ী থেকে নিজ ভাড়া বাসা নিয়ে আসে। পরবর্তীতে, সন্ধ্যার দিকে ভিকটিমের নানীকে ফোন করে ভিকটিরের জ্বর আসছে বলে জানায় এবং একই দিনে সন্ধ্যায় ভিকটিমকে অসুস্থ অবস্থায় তার নানীর বাসায় রেখে আসে। ভিকটিমের নানি ও মা ভিকটিমের মাথায় পানি ঢালার একপর্যায়ে কিভাবে এমন অসুস্থ হলো জিজ্ঞাসা করে জানতে পারে যে তার পিতা ইয়াসিন নিজ শিশু সন্তানকে নিজ ভাড়া বাসায় নিয়ে বাসার দরজা জানালা বন্ধ করে ভিকটিমের উপর পাশবিক নির্যাতন করেন। পরবর্তীতে গত ১৯ সেপ্টেম্বর ভিকটিমের নানী বাদী হয়ে ডিএমপির পল্লবী থানায় ঘটনার সাথে জড়িত আসামীর বিরুদ্ধে ধর্ষণ মামলা রুজু করেন। এমন চরম ঘৃণ্য বিষয়টি জানতে পেরে সদর কোম্পানি, র্যাব-৬, খুলনা এর একটি আভিযানিক দল উক্ত ধর্ষণকারীকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার লক্ষ্যে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে। এরই ধারাবাহিকতায় ৩০ অক্টোবর বিকেল ৪টায় র্যাব-৬ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে, খুলনা জেলার ফুলতলা থানাধীন, ফুলতলা রেল স্টেশনে অভিযান পরিচালনা করে ইয়াসিনকে গ্রেফতার করেন। পরবর্তীতে আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ডিএমপির পল্লবী থানায় হস্তান্তর করা হয়।



