খুলনায় নিসচার উদ্যোগে প্রশিক্ষণ কর্মশালা

# ‘পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়’ #
স্টাফ রিপোর্টারঃ খুলনায় ‘নিরাপদ সড়ক চাই’ এর উদ্যোগে পরিবহন চালকদের নিয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে খুলনা প্রেসক্লাবের ব্যাংকুয়েট হলে পরিবহন চালকদের নিয়ে কর্মশালার আয়োজন করে নিসচা’র জেলা কমিটির নেতৃবৃন্দ। নিসচা’র জেলা সভাপতি তরিকুল ইসলামের পরিচালনায় এ কর্মশালায় প্রধান বক্তা ছিলেন নিসচা’র প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, প্রধান অতিথি ছিলেন কেএমপির কমিশনার জুলফিকার আলী হায়দার, এছাড়াও বিশেষ অতিথি হিসাবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপ-পরিচালক ইউসুফ আলী, বিআরটিএ’র খুলনা বিভাগের পরিচালক টি এম মোশাররফ হোসেনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সংগঠনটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, সড়ক নিরাপদ করার জন্য সবাইকে আগে সচেতন হতে হবে। রাস্তায় চলাচল থেকে শুরু করে সব ধরনের যানবাহন চালাতে নিয়ম মেনে চলার কথা বলেন বক্তারা। এসময় কেএমপি কমিশনার মো: জুলফিকার আলী হায়দার বলেন, প্রথম কথা সকলকে সড়কের আইন মেনে চলতে হবে। এছাড়াও সড়ক দুর্ঘটনা এড়াতে জনসচেতনতার কোন বিকল্প নেই। এ কর্মশালায় নিসচা’র খুলনা জেলা কমিটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।