স্থানীয় সংবাদ

ট্রাক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু : মামলা দায়ের

স্টাফ রিপোর্টার ঃ মানিকতলা ট্রাক ইউনিয়নের এক শ্রমিকের অস্বাভাবিক মৃত্যু হয়েছে। মৃত শ্রমিকের নাম মিলন (৫০)। এ ঘটনায় দৌলতপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। এলাকাবাসীর কাছ থেকে জানা যায়, সোমবার (২৮ অক্টোবর) রাতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কথা কাটাকাটির এক পর্যায়ে মানিকতলা সংলগ্ন রেল লাইনের উপর মদ্যপ অবস্থায় হামলার শিকার হন নিহত মিলন। আহত অবস্থায় ওই দিন রাতে মিলনকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার ( ৩১ অক্টোবর) বিকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। স্বজনদের দাবি হামলার কারণে মিলনের মৃত্যু হয়েছে। অন্যদিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে মিলনের মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে অ্যালকোহল জাতীয় কিছু পান করার কারণে মিলনের মৃত্যু হয়েছে। দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলী বলেন, স্বজনদের দাবির প্রেক্ষিতে আমরা মিলনের সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করি। ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। ফরেনসিক রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত বলা যাবে কিভাবে মিলনের মৃত্যু হয়েছে। মানিকতলা ট্রাক শ্রমিকদের কাছ থেকে জানা যায়, নিহত মিলন নিয়মিত মদ পানে অভ্যস্ত ছিল। এদিকে শুক্রবার (১ নভেম্বর) বিকাল সোয়া ৫ টার দিকে মিলনের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে সহকর্মী এবং স্বজনরা মিলনের লাশ নিয়ে খুলনা-যশোর মহাসড়কের মানিকতলায় স্ড়ক অবরোধ করে। পরে দৌলতপুর থানা অফিসার ইনচার্জ মীর আতাহার আলীর নেতৃত্বের একদল পুলিশ অবরোধ তুলে দেয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button