স্থানীয় সংবাদ

খালিশপুরে ২৪৬ বোতল ফেনসিডিল ইয়াবাসহ গ্রেফতার-৩

স্টাফ রিপোর্টার ঃ খুলনা মহানগরকে মাদকমুক্ত করতে বিশেষ অভিযান চলছে। খালিশপুর থানা পুলিশ ২ নভেম্বর ভোরে বিআইডিসি রোডস্থ স্বর্নপট্টি এলাকা থেকে মোঃ দুলাল বালী (৫০) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। তাকে ২৪৬ বোতল ফেনসিডিলসহ হাতেনাতে গ্রেফতার করেছে। সে যশোর’-বেনাপোল পোর্ট-পোড়াবাড়ী কলেজপাড়া, মৃত: আঃ মালেক বালীর ছেলে। এ ব্যাপারে এসআই অনুকুল বাদী হয়ে মামলা দায়ের করেন। ওসি বলেন, দুলাল ফেনরসিডিল নিয়ে বাসের জন্য দাঁড়িয়ে ছিল। সে বরিশালে যাবে। এদিকে খালিশপুর থানা পুলিশ ১ নভেম্বর রাতে নয়াবাটি এলাকা থেকে সিহাব বিশ্বাস(১৯) ও ফয়সাল ইসলাম ইমন(১৯) নামের দু’ মাদক কারবারিকে গ্রেফতার করে। তাদেরকে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাতেনাতে গ্রেফতার করেছে। এ ব্যাপারে এসআই মাসুদ বাদী হয়ে খালিশপুর থাানয় মামলা দায়ের করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button