আবারো কেসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দায়িত্ব পেলেন আঃ আজিজ
স্টাফ রিপোর্টার ঃ খুলনা সিটি কর্পোরেশনের আবারো প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দায়িত্ব পেলেন তত্ত্বাবধায় প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আঃ আজিজ। গত ৩০ অক্টোবর কেসিসির সচিব স্বাক্ষরিত অফিস আদেশে এ দায়িত্ব দেয়া হয়। ওই আদেশে উল্লেখ করা হয়, খুলনা সিটি কর্পোরেশনের কঞ্জারভেন্সি শাখার দাপ্তরিক কাজের স্বার্থে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দায়িত্ব থেকে মোঃ আনিসুর রহমান-কে অব্যাহতি প্রদান করে তার মূলপদ কঞ্জারভেন্সি অফিসার হিসেবে পদায়ন করা হলো। এছাড়া কেসিসি’র ১ থেকে ১৫ নং ওয়ার্ড পর্যন্ত মোঃ আনিসুর রহমানকে এবং ১৬ থেকে ৩১নং ওয়ার্ড পর্যন্ত কঞ্জারভেন্সি অফিসার মোঃ অহিদুজ্জামান খানকে দায়িত্ব প্রদান করা হলো। তাছাড়া তত্বাবধায়ক প্রকৌশলী (যান্ত্রিক) মোঃ আব্দুল আজিজকে নিজ দায়িত্বের অতিরিক্ত হিসেবে নির্দেশক্রমে প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তার দায়িত্ব প্রদান করা হলো। এর আগেও তিনি এই পদে ছিলেন। সাবেক মেয়র তালুকদার আঃ খালেকের শেষ সময়ে এসে আনিসকে নতুন করে এ দায়িত্ব দেয়া হয়। তবে কেসিসির একটি সূত্র জানায়, কেসিসির একটি চক্র বহিরাগত শ্রমিক নিয়োগ দিয়ে তার অনুমোদন করা নিয়ে আনিসুর রহমানকে শারিরীকভাবে লাঞ্চিত করে। ওই চক্রটি তাদের অনৈতিক ফায়দা হাসিলের জন্য আনিসুর রহমানকে পদ থেকে কৌশলে সরিয়ে দিয়েছে। বিষয়টি নিয়ে নগরভবনে ব্যাপক সমালোচনা হচ্ছে বলে সূত্রটি জানায়।