স্থানীয় সংবাদ

নগরীর ১৮নং ওয়ার্ডে মোল্লা ইউসুফ আলী বাজারে কমিটি গঠন

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা মহানগরীর সোনাডাঙ্গায় মোল্লা ইউসুফ আলী বাজার (বৌ বাজার) এর কমিটি গঠিত হয়েছে। বাজারের দোকান মালিকদের সমন্বয়ে আগামী ২ বছরের জন্য এ কার্যকরী কমিটি গঠন করা হয়। গতকাল শনিবার (২ নভেম্বর) বিকালে বাজারের অভ্যান্তরে দোকানীদের সর্বসম্মতিতে মোঃ মোতালেব হাওলাদারকে সভাপতি ও মোঃ সাজেদুল ইসলামকে সাধারণ সম্পাদক করে মোট ৩৮ সদস্য বিশিষ্ট এ কার্যকরী কমিটি গঠন করা হয়। এর পূর্বে উক্ত স্থানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি)’র পক্ষে এস আই সোহেল রানা। এ সময় উপস্থিত ছিলেন, দোকান মালিক সমিতির সভাপতি ডা. এ কে এম আমিরুজ্জামান, সাধারণ সম্পাদক এস এম নাছির উদ্দিনসহ আরও অনেকে। এ কার্যকরী বাজার কমিটির অন্যান্যরা হলেন, কার্যকরী সভাপতি মোঃ নজরুল ইসলাম (নজু), সহ-সভাপতি যথাক্রমে মোঃ ফারুক হোসেন ও মোঃ রুহুল আমিন শেখ, যুগ্ম সম্পাদক যথাক্রমে মোঃ সেলিম হাওলাদার, মোঃ মাছুম বিল্লাহ হাওলাদার, মোঃ মিজান হোসেন সেলিম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুর রশিদ শেখ, সহ-কোষাধ্যক্ষ মোঃ আবুল কালাম সানা, সাংগঠনিক সম্পাদক এস এম তারেক ঈমাম, দপ্তর সম্পাদক মোঃ হুমায়ুন, প্রচার সম্পাদক মোঃ শহিদুল ইসলাম গাজী, সহ-প্রচার সম্পাদক মোঃ সেলিম শেখ, প্রকাশনা সম্পাদক মোঃ নজু খাঁন, সহ-প্রকাশনা সম্পাদক মোঃ হাফিজ হাওলাদার। এছাড়াও আরও ২২ জনকে সদস্য রাখা হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button