স্থানীয় সংবাদ

দৈনিক খুলনাঞ্চল অফিসের সামনে ককটেল উদ্ধারের ঘটনায় প্রেসক্লাবের নিন্দা

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রেসক্লাবের নির্বাহী সদস্য মিজানুর রহমান মিলটন কর্তৃক সম্পাদিত দৈনিক খুলনাঞ্চল পত্রিকা অফিসের সামনে থেকে লাল টেপে মোড়ানো ককটেল উদ্ধারের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন খুলনা প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক ও সদস্য সচিব রফিউল ইসলাম টুটুলসহ নির্বাহী পরিষদের সদস্যবৃন্দ। উল্লেখ্য, গত ২৮ অক্টোবর সোমবার বেলা সাড়ে ১১টার দিকে খুলনা সদর থানাধীন ৫ ইসলামপুর রোডস্থ দৈনিক খুলনাঞ্চল পত্রিকার অফিস রুমের সামনে কাঠের দরজার ডান পাশে ককটেল স্বাদৃশ্য লাল টেপে মোড়ানো প্রায় ৩০০ গ্রাম ওজনের কৌটার মত পড়ে থাকতে দেখে, অফিসের কেয়ার টেকার রমজান নিজেই ব্যবস্থা নিয়ে পানির বালতিতে রেখে দেয়। পরে পুলিশ এসে বালতির পানিতে ভিজানো ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। খুলনা প্রেসক্লাব নেতৃবৃন্দ এক বিবৃতিতে বলেন, একটি গণমাধ্যম অফিসের সামনে ককটেল রাখার এ ধরনের কর্মকান্ড গণমাধ্যম ও মুক্ত সাংবাদিকতার জন্য হুমকি। দিনের বেলায় একটি গণমাধ্যম অফিসের সামনে ককটেল রেখে যারা নাশকতা চালাতে চায় তাদের খুঁজে বের করে গ্রেফতার করার জন্য আইনশঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান নেতৃবৃন্দ। একইসাথে এ ঘটনার সাথে জড়িতদের আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button