নবনির্বাচিত জুডিসিয়াল নেতাদেরকে দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদের অভিনন্দন

খবর বিজ্ঞপ্তি ঃ বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের ২৫ টার্মের নির্বাহী কমিটি নির্বাচনে খুলনা থেকে সভাপতি ও সহ-সভাপতি এবং একজন নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন। খুলনার তিনজন প্রার্থীর সকলেই নির্বাচিত হওয়ায় খুলনার বিচার বিভাগের সকলেই আনন্দিত।
সমগ্র বাংলাদেশ ব্যাপী জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট থেকে সিনিয়র জেলা জজ পর্যন্ত ২১৮৩ জন ভোটারের মধ্যে ২০৫৩ জন ভোটাধিকার প্রয়োগ করেন। বিগত দীর্ঘ প্রায় ২৫ বছর পর সদস্যদের প্রত্যক্ষ ভোটে এবছর(২০২৫ সন) নির্বাহী কমিটি গঠিত হতে যাচ্ছে। ইতিপূর্বে সরকার ঘেষা সিনিয়র সদস্যরা নানান কৌশলে নির্বাচন না করে পছন্দের লোক দিয়ে পকেট কমিটি করে বিচার বিভাগকে নিয়ন্ত্রণ করার অপচেষ্টায় লিপ্ত ছিলেন। ফলে সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশা বিরাজমান ছিল। দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিপুল সংখ্যক সদস্য তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পেরে খুবই আনন্দিত। তাদের প্রত্যাশা, বিচার বিভাগ এবার মর্যাদার সাথে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনে সক্ষম হবে। গত ৩০ অক্টোবর বিকেল সাড়ে চারটা থেকে রাত ন’ টা পর্যন্ত অনলাইন প্লাটফর্মে উক্ত নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির ৪৪ টি পদে ৮৭ জনপ্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় ছিলেন। বাংলাদেশের বিচার বিভাগের এই গুরুত্বপূর্ণ নির্বাচনে খুলনার তিনজন প্রার্থীই বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক ( জেলা জজ) মো: আমিরুল ইসলাম সভাপতি, খুলনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোঃ ফারুক ইকবাল সহ-সভাপতি এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট অনন্যা রায় নির্বাহী সদস্য নির্বাচিত হয়েছেন।
বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের নির্বাচনে খুলনাসহ দেশের দক্ষিণ অঞ্চল থেকে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন – দক্ষিণ অঞ্চল উন্নয়ন পরিষদ কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রধান সমন্বয়কারী বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আব্দুল মালেক, সভাপতি শেখ মুহাম্মদ সাহেব আলি, মহাসচিব রোটারিয়ান ইঞ্জিনিয়ার রুহুল আমিন হাওলাদার, পরিষদের নেতা এস এম আকবর হোসেন, আফরোজা আক্তার মঞ্জু, রোটারিয়ান কামরুল করিম বাবু, এডভোকেট শেখ হাফিজুর রহমান, এডভোকেট শহিদুল ইসলাম, এডভোকেট আব্দুল মজিদ, দৈনিক সংযোগ প্রতিদিনের নির্বাহী সম্পাদক মিসারুল ইসলাম মনির, রোটারিয়ান আলতাফ হোসেন, মো: হুমায়ুন কবীর, সাংবাদিক এস এম রাসেল আমিন প্রমূখ।