যশোরে দিয়ে ধর্ষণের চেষ্টা লম্পট রাসেল গ্রেফতার

# ফেসবুকে ১সপ্তাহর পরিচয় #
যশোর ব্যুরো ঃ মাত্র এক সপ্তার পরিচয়ের সূত্র ধরে অনার্স পড়–য়া শিক্ষার্থীকে কু-প্রস্তাব দেওয়াসহ বিয়ের প্রলোভন দিয়ে ভাড়া বাসায় নিয়ে জোর পূর্বক ধর্ষনের চেষ্টার অভিযোগে কোতয়ালি থানায় মামলা হয়েছে। শুক্রবার দিবাগত গভীর রাতে মামলাটি করেন,যশোরের মণিরামপুর উপজেলার বাসিন্দা অনার্স পড়–য়া শিক্ষার্থী (১৯)। মামলায় আসামী করেন, যশোর সদর উপজেলার দাইতলা গ্রামের ইসরাইল হোসেন ওরফে ইব্রাহিম হোসেনের ছেলে রাসেল (২৫)। পুলিশ লম্পট রাসেলকে গ্রেফতার করেছে। মামলায় শিক্ষার্থী উল্লেখ করেন,তিনি যশোর শহরের কারবালা ওয়াবদাহ গ্যারেজ মোড় এলাকায় থেকে অনার্স ১ম বর্ষে পড়াশুনা করেন। গত অনুমান ১ সপ্তাহ পূর্ব হতে ফেসবুকের মাধ্যমে লম্পট রাসেল এর সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্রে উক্ত যুবকের সাথে শিক্ষার্থীর কথাবার্তা হতো। কথাবার্তার এক পর্যায়ে লম্পট রাসেল শিক্ষার্থীকে বিভিন্নভাবে কু-প্রস্তাব দেওয়াসহ বিয়ের জন্য ফুসলাতে থাকে। তার কু-প্রস্তাবে রাজি না হওয়ায় শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের ক্ষতি করার চেষ্টা করতে থাকে। শিক্ষার্থীকে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে গত ৩১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৭ টার সময় শহরের খড়কী রুপকথার মোড় রাসেলের ভাড়া বাসায় নিয়ে যায়। ঘরের মধ্যে নিয়ে সাথে সাথে দরজা বন্ধ করে শিক্ষার্থীকে জোর পূর্বক জড়িয়ে ধরে পরনের কাপড় চোপড় খুলে ধর্ষনের চেষ্টা করে। তখন শিক্ষার্থী চিৎকার চেচামেচি করাসহ আসামীর নিকট অনুরোধ করতে লম্পট রাসেল শিক্ষার্থীকে ছেড়ে দেয়। অনার্স পড়–য়া শিক্ষার্থী বাড়িতে যেয়ে বিষয়টি তার পরিবারের কাছে বিস্তারিত খুলে বলে। লম্পট রাসেল ওই সময় শিক্ষার্থীকে হুমকি দিয়ে বলে এই ঘটনার বিষয় কাউকে কিছু জানালে তাকে বিভিন্ন ধরনের হুমকী ধামকী প্রদান করে। এ ঘটনায় পুলিশ লম্পট রাসেলকে শুক্রবার দিবাগত গভীর রাতে উক্ত রুপকথার মোড়স্থ ভাড়া বাসা থেকে গ্রেফতার করে। শনিবার ২ নভেম্বর দুপুরে তাকে আদালতে সোপর্দ করে।