স্থানীয় সংবাদ

যশোরে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে পরিবহণ শ্রমিক আসাদুল খুন

যশোর ব্যুরো ঃ যশোরে ছুরিকাঘাতে আসাদুল ইসলাম (৩৫) নামে এক পরিবহণ শ্রমিক খুন হয়েছেন। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার বেলা ১১টায় তিনি মারা যান। পুলিশের ধারণা ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন তিনি। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।
নিহত আসাদুল ইসলাম যশোর শহরের খড়কী দক্ষিণ পাড়ার জহুরুল ইসলামের ছেলে। নিহতের স্বজনরা জানান, আসাদুল বাসের হেলপার হিসেবে কাজ করেন। তারা জানতে পারেন শনিবার ভোরে কে বা কারা তাকে ছুরিকাঘাত করে ধর্মতলা এলাকায় রেললাইনের পাশে ফেলে গেছে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ১১টার দিকে মারা যান। যশোর কোতোয়ালি থানার ওসি আব্দুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, সকালে অজ্ঞাত পথচারীরা আহত অবস্থায় আসাদুলকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এরপর তিনি মারা যান। ধারণা করা হচ্ছে আসাদুল ছিনতাইকারীদের হামলার শিকার হন। প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button