স্থানীয় সংবাদ

আলহাজ¦ সিরাজুল ইসলামের মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মুসলিম লীগ’র কুরআনখানি

খবর বিজ্ঞপ্তি ঃ শনিবার সকাল ১১টায় খুলনা জেলা ও মহানগর মুসলিমলীগের উদ্যোগে খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র এবং খুলনা সিটি মুসলিমলীগের সাবেক সভাপতি, খুলনার বিশিষ্ট বিদ্যানুরাগী, সমাজসেবী, ব্যবসায়ী ও রাজনীতিবিদ আলহাজ¦ সিরাজুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশ মুসলিম লীগ খুলনাস্থ ২৫ স্যার ইকবাল রোড কার্যালয়ে জেলা মুসলিমলীগ সভাপতি ফকির রেজাউদ্দিনের সভাপতিত্বে¡ এবং মহানগর মুসলিমলীগের সাধারণ সম্পাদক আক্তার জাহান রুকুর সঞ্চালনায় কুরআনখানি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
মরহুমের আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তারা তাঁর সমাজক কর্ম ও জনহীতকর কার্যাবলীর উল্লেখ করেন। বক্তারা বলেন তিনি ইং ১৯৫৫ সালে নুরনগর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এর পর তিনি হাজী ফয়েজ উদ্দীন স্কুল প্রতিষ্ঠা করেন। ১৯৬২ সালে তিনি মোহাম্মাদনগর ইউনিয়নের বি,ডি চেয়ারম্যান নির্বাচিত হন। চেয়ারম্যান নির্বাচিত হয়ে নিঃস্বার্থভাবে জনহীতকর কার্যাবলীর জন্য ব্যাপকভাবে প্রসংশিত হন। তিনি ১৯৮৪ সালে ইসলামিয়া ডিগ্রি কলেজ, ১৯৮৫ সালে ইসলামিয়া মাধ্যমিক বিদ্যালয়, সিরাজুল ইসলাম জামে মসজিদ, সিরাজুল ইসলাম হাফেজিয়া মাদ্রাসা, ইউনানী মেডিকেল কলেজসহ বিভিন্ন মসজিদ মাদ্রাসা এতিমখানা ও শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি খুলনা মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, ইকবাল নগর বালিকা বিদ্যালয় এবং খুলনা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য ছিলেন। বক্তারা তার শ্রেষ্ট অবদান হিসেবে উল্লেখ করেন তিনি ১৯৮৪ সালে খুলনা মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান নির্বাচিত হয়ে তৎকালীন বাংলাদেশের প্রেসিডেন্ট জেনারেল এরশাদের কাছে দাবী উত্থাপন করে খুলনাকে সিটি কর্পোরেশনে উন্নীত করতে সক্ষম হন এবং তিনি খুলনা সিটি কর্পোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হন। অনুষ্ঠানে নি¤œলিখিত গুনিজন তার আত্মার প্রতি শ্রদ্ধা নিবেদন করে বক্তব্য রাখেন- অধ্যক্ষ মাজহারুল হান্নান, সাংবাদিক অধ্যাপক দিদারুল আলম, অধ্যক্ষ এস এম আব্দুস সালাম, অধ্যাপক জাকির হোসেন, মহানগর মুসলিমলীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ জাহিদুল ইসলাম, জেলা মুসলিমলীগের সাধারণ সম্পাদক শেখ বাবর আলী, শেখ সাজাহান, আবুল খায়ের মোড়ল, মোঃ দাউদ ইসলাম, হায়দার আলী, উজির আলী মোড়ল, শেখ গোলাম মোস্তফা, এ্যাড আসাদুল আলম প্রমুখ। সভায় মরহুমের রূহের মাগফিরাত কামনা করে দোয়া করেন বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা ফারুক হুসাইন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button