খুলনা অভ্যন্তরীন নৌপরিবহন কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪ সম্পন্ন

# সভাপতি মাহাবুব আলম, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন
স্টাফ রিপোর্টার ঃ ৫ আগস্ট ছাত্র-জনতার গণ অভ্যুত্থানের পর এই প্রথম খুলনা অভ্যন্তরীন নৌ পরিবহন কমিশন এজেন্ট ওনার্স ফাউন্ডেশনের দ্বি বার্ষিক নির্বাচন ২০২৪ সম্পন্ন হয়েছে। উক্ত নির্বাচনে মাহাবুব, দেলোয়ার, আজাহার ঐক্য পরিষদের ফুল প্যানেল জয়লাভ করেছে। শনিবার সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খুলনা প্রেসক্লাবের লিয়াকত আলী মিলানায়তনে উৎসব মুখর পরিবেশে এই ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ভোটার ৫৪ জন সদস্যর মধ্যে ৫৪ জনেরই ভোট কাস্ট হয়। নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন, মোঃ শামসুল আলম। সদস্য হলেন, সেলিমুজ্জামান জনি ও মোঃ মুমিনুল ইসলাম। উক্ত নির্বাচনে খুলনা চেম্বার অব কমার্সের পরিচালক মোঃ মাহাবুব আলম সভাপতি এবং দেলোয়ার হোসেন সাধারণ সম্পাদক ও এম এম আজাহার আলী কোষাধ্যক্ষ নির্বাচিত হন। অন্যান্য বিজয় প্রার্থীরা হলেন, সহ-সভাপতি মোঃ হাদিউজ্জামান ও মোঃ মাহমুদ হোসেন খান, সহ সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন ও মোঃ দিদারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ মোল্লা আল কামাল, সাংস্কৃতিক সম্পাদক মোঃ নজরুল ইসলাম, প্রচার সম্পাদক মোঃ মুসলিম হোসেন, সমাজ কল্যাণ সম্পাদক আব্দুল হামিদ সিকদার দুলাল, কার্য নির্বাহি সদস্যরা হলেন, মোঃ সাদেকুর রহমান, মোঃ মাইন উদ্দিন রিপন ও রাসেল হোসেন।