স্থানীয় সংবাদ
ছাত্র-জনতা এবার আগুন দিল খুলনায় জাপা কার্যালয়
স্টাফ রিপোর্টার ঃ ছাত্র-জনতা এবার আগুন দিল খুলনা মহানগর জাতীয় পার্টির কার্যালয়ে। শনিবার সন্ধ্যায় ডাক বাংলাস্থ অফিসে এ আগুনের ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি। খবর পেয়ে থানা পুরিশ ঘটনাস্থলে এেস আগুন নিয়ন্ত্রণে আনে। তথ্যের সত্যতা স্বীকার করেন মহানগর যুবসংহতির সাঃ সম্পাদক মোঃ রাসেল হোসেন। তিনি বলেন, তারা অফিস ভাংচুরের পর সব মালামাল বাইরে এনে আগুন ধরিয়ে দেয়।