স্থানীয় সংবাদ

জেলা যুবদল নেতা বেলালের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিক্ষোভ

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের উপর আওয়ামী সন্ত্রাসী হামলার প্রতিবাদে রবিবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরীর দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রতিবাদ সমাবেশ শেষে বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে খুলনা সদর থানার সামনে পথসভার মধ্যদিয়ে শেষ হয়।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সাবেক সভাপতি এসএম শামীম কবীর, বিএনপি নেতা বিকাশ মিত্র, মিরাজুর রহমান, জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মোল¬া আইয়ুব হোসেন, সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নাদিমুজ্জামান জনি, আব্দুল মান্নান মিস্ত্রি, যুবনেতা সাগর রহমান, রুবেল মীর, রিপন ভূঁইয়া, শফিক মোল¬া, পীর আলী, মাসুম বিল¬াহ, গাজী শহিদুল ইসলাম, মফিদুল ইসলাম মিঠু, জুয়েল, মাহমুদ আলম লোটাস, মশিউর রহমান সফিক, ফিরোজ আহমেদ, মিল্টন রায়, সাজু, ইমরান হোসেন, আশিকুর রহমান, বীরেশ্বর মন্ডল ও ইয়াসিন গাজী প্রমূখ। অবিলম্বে খুলনা জেলা যুবদলের যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ হাবিবুর রহমান বেলালের উপর হামলাকারী সন্ত্রাসীদের চিহ্নিত করে, গ্রেপ্তারপূর্বক আইনের আওতায় আনার জন্য প্রশাসনের নিকট দাবি করেন। আওয়ামী সন্ত্রাসীদের একটি গ্রুপ বিগত দিনের ন্যায় সংগঠিত হয়ে সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে নগরীতে ত্রাসের রাজত্ব কায়েম করছে। এসমস্ত সন্ত্রাসীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য প্রশাসনের কাছে দাবি জানিয়েছেন। বিক্ষোভ মিছিল শেষে, নেতৃবৃন্দ খুলনা সদর থানার অফিসার ইনচার্জ বরাবর অভিযোগ দায়ের করে। অভিযোগটি আমলে গ্রহণ করে দোষীদের গ্রেফতারপূর্বক শাস্তির আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button