স্থানীয় সংবাদ

বেনাপোলে ট্রেন থেকে বিপুল পরিমান কোকেন ও হেরোইন জব্দ

যশোর ব্যুরো ঃ যশোরের বেনাপোলে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন তল্লাশি করে মালিকবিহীন অবস্থায় ২ দশমিক ৭৬০কেজি কোকেন ও ১ দশমিক ৬৯২কেজি হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রোববার বিকেলে বেনাপোল রেল স্টেশনে খুলনা-মোংলা-বেনাপোল রুটে চলাচলকারি বেতনা এক্সপ্রেস ট্রেনটি তল্লাশি করে এই মাদকের চালান জব্দ করা হয় বলে জানান যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী। তিনি সাংবাদিকদের জানান,গোয়েন্দা তথ্যের ভিত্তিতে একটি টহলদল কর্তৃক বেনাপোল রেল স্টেশনে ‘বেতনা এক্সপ্রেস’ ট্রেন তল্লাশি অভিযান পরিচালনা করা হয়। এসময় ট্রেনের ভেতর সন্দেহজনক একটি ব্যাগ তল্লাশি করে ব্যাগের ভেতর দুই দশমিক৭৬০ কেজি কোকেন ও এক দশমিক ৬৯২ কেজি হেরোইন পাওয়া যায়।উপস্থিত যাত্রীদের জিজ্ঞাসাবাদে ব্যাগের কোন মালিক পাওয়া যায়নি।ধারনা করা হচ্ছে বিজিবির উপস্থিতি টের পেয়ে মাদক পাচারকারীরা পালিয়ে যায়। এই বিজিবি কর্মকর্তা বলেন,জব্দকৃত কোকেন ও হেরোইনের মোট মূল্য এক কোটি ৭১লাখ ৮৪ হাজার টাকা।এর মধ্যে কোকেনের মূল্য এক কোটি ৩৮ লাখ টাকা ও হেরোইনের মূল্য ৩৩লাখ ৮৪ হাজার টাকা। “জব্দকৃত মাদকদ্রব্য ধ্বংস করার জন্য অতি দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button