সুন্দরবনে নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৩০ ঘন্টা পরে তরুণের মরদেহ উদ্ধার

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের পুর্ব-সুন্দরবনের পশুর নদে ডিঙ্গি নৌকা ডুবে নিখোঁজ হওয়ার ৩০ ঘন্টা পরে লোকমান সরদার ওরফে বুলবুলের (১৮) মরদেহ করেছে নৌপুলিশ ও নৌবাহিনী। রবিবার সকাল সাড়ে ৮টার দিকে সুন্দরবন পূর্ব বিভাগের চাঁদপাই রেঞ্জের পশুর নদের মোহনায় করমজল ফরেস্ট স্টেশনের কাছ থেকে ভাসমান অবস্থায় লোকমানের মরদেহটি উদ্ধার করা হয়। মরদেহটি উদ্ধার করে তিলডাঙা নৌপুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লোকমানের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করবে নৌপুলিশ। লোকমান সরদার ওরফে বুলবুলের বাড়ি খুলনার দাকোপ উপজেলার লাউডোব ইউনিয়নের রুয়াকাটা গ্রামে। শুক্রবার দিনগত রাতে সুন্দরবনে মাছ শিকার করে বাড়ি ফেরার পথে জেলে নৌকা ডুবে লোকমান সরদার ওরফে বুলবুল নামের ওই তরুণ নিখোঁজ হন। একই সময়ে ওই এলাকায় দুটি পন্যবাহি কার্গো জাহাজের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এই ঘটনায় লোকমানের পরিবার খুলনার দাকোপ থানায় একটি সাধারণ ডায়েরি করে। শনিবার দুপুর থেকে কোস্টগার্ডের একটি ডুবুরি দল লোকমানকে উদ্ধারে অভিযান চালায়। সুন্দরবনের তিলডাঙা নৌপুলিশ ফাঁড়ির ওসি সনিট কুমার গায়েন সকালে বলেন, নৌকা ডুবে নিখোঁজ লোকমানের সন্ধানে শনিবার দিনভর কোস্টগার্ডের একটি ডুবুরি দল অভিযান চালায়। পশুর নদে প্রবল স্্েরাত থাকায় অভিযান ব্যাহত হয়। নিখোঁজ লোকমানের পরিবার, নৌবাহিনী, নৌপুলিশ ও কোস্টগার্ড আলাদা আলাদাভাবে পশুর নদে নজরদারি করছিল। রোববার সকাল সাড়ে আটটার দিকে যেখানে ডিঙি নৌকাটি ডুবে গিয়েছিল ওই এলাকায় ভাসমান অবস্থায় লোকমানের মরদেহটি পাওয়া গেছে। মরদেহটি উদ্ধার করে তিলডাঙ্গা নৌ পুলিশ ফাঁড়িতে রাখা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লোকমানের মরদেহটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে।