স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৭১ : মৃত্যু নেই

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৫৯৪৭জন : মৃত্যু ১৯ #

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে একদিনে নতুন করে ৯ জেলায় ও একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৭১ জন। এ সময়ে সরকারি কোন হাসপাতালগুলোতে ডেঙ্গুর মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫৯৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগে ৯ জেলায় ও একটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৭১ জন। এর মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে খুলনায় ৭০ জন।। এছাড়া বাগেরহাটে ১ জন, যশোরে ২৭ জন, ঝিনাইদহে ১৩ জন, মাগুরায় ৩ জন, নড়াইলে ১০ জন, কুষ্টিয়ায় ১৫ জন, চুয়াডাঙ্গায় ৭ জন ও মেহেরপুরে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ২০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ হাজার ৯৪৭ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১২ জনের । এছাড়া খুলনায় ১ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৭৪০ জন, বাগেরহাটে ৭৫ জন, সাতক্ষীরায় ১৩৬ জন, যশোরে ৮৭৯ জন, ঝিনাইদহ ৩৮২ জন, মাগুরায় ১৯৮ জন, নড়াইলে ৪৭৫ জন, কুষ্টিয়ায় ৬২৮ জন. চুয়াড্ঙ্গাায় ১২২ জন, মেহেরপুরে ৪৯০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৩৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৬৮৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪২১ জন। রেফার্ড করা হয়েছে ৭৬ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ২০ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ১২ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১১৮জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৭১৯ জন রোগী ভর্তি হন। এসময়ে মোট মৃত্যু হয় ১২ জনের।
এদিকে একটি বেসরকারি হাসপাতালে সাফিনা খানম নামে একজনের মৃত্যু হয়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী। খুবি’র সূত্রে মতে রবিবার সকাল ৭ টায় একটি বেসরকারি ক্লিনিকে মারা যান খুলনা বিশ্ববিদ্যালয় সহকারী গ্রন্থাগারিক এস এম আনোয়ার হোসেনের স্ত্রী সাফিনা খানম। পোর্ট কলোনী জামে মসজিদে যোহরবাদ জানাজা শেষে পোর্ট কলোনী কবরস্থানে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি ২ ছেলে ও ২ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম। এক শোক বার্তায় তিনি মরহুমার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। অনুরূপভাবে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মো. হারুনর রশিদ খান, ট্রেজারার প্রফেসর ড. মো. নূরুন্নবী, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. এস এম মাহবুবুর রহমান, গ্রন্থাগারিক (ভারপ্রাপ্ত) প্রফেসর মো. সারওয়ার জাহান ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ শোক প্রকাশ করেছেন।
নগরীতে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সূত্র মতে, গত একদিনে এই হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৩ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ২৩ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয় ১২৬ জনকে। এর মধ্যে গত ২৯ অক্টোবর একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়।
এছাড়া বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালের সূত্র মতে, গত একদিনে এ্ই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৩ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১২ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ৩৩৫ জনকে। এর মধ্যে গত ৩০ সেপ্টেম্বর মাসে একজন ডেঙ্গু রোগী মৃত্যু হয়।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button