স্থানীয় সংবাদ
সুজনের প্রতিষ্ঠা বার্ষিকী ও সংবাদ সম্মেলন সফল করতে প্রস্তুতি সভা

স্টাফ রিপোর্টারঃ সুশাসনের জন্য নাগরিক সুজন খুলনা জেলা ও মহানগর কমিটির প্রস্তুতি সভা সোমবার বিকেলে সোনাডাঙ্গা মহিলা ক্রীড়া কমপ্লেক্স সংলগ্ন কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সুজন জেলা কমিটির সম্পাদক এড. কুদরত ই খুদা। বক্তৃতা করেন সুজন বিভাগীয় সমন্বয়কারী মাসুদুর রহমান রঞ্জু, নগর কমিটির সম্পাদক অধ্যাপিকা রমা রহমান, সহ-সভাপতি এস এম সোহরাব হোসেন, খালিশপুর থানা কমিটির সভাপতি ডাঃ সৈয়দ মোসাদ্দেক হোসেন বাবলু, শেখ আঃ হালিম, শেখ আইনুল হক, খলিলুর রহমান সুমন, রুবিনা আক্তার প্রমূখ। সভায় নির্বাচন সংস্কার নিয়ে আগামী ৭ নভেম্বর বেলা ১১টায় খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ও ১২ নভেম্বর সুজনের প্রতিষ্ঠা বার্ষিকীতে র্যালী করার সিদ্ধান্ত গৃহীত হয়।