সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ‘খুলনা জাপা অফিস ভাংচুরে ছাত্ররা জড়িত না’

স্টাফ রিপোর্টারঃ খুলনায় জাতীয় পার্টির অফিস ভাঙচুরের ঘটনায় ছাত্ররা জড়িত নয় বলে জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। সোমবার নগরীর শিববাড়ি মোড়ে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এ তথ্য জানিয়েছেন শিক্ষার্থী মিরাজুল ইসলাম ইমন। তিনি বলেন, অবৈধভাবে বাংলাদেশের ১০ বছরের রাস্ট্র ক্ষমতা দখল করে আওয়ামী শাসনের নজির রয়েছে জাতীয় পার্টির এবং ২০১৪, ২০১৮, ২০২৪ সালে ৩ টি অবৈধ নির্বাচনে অংশগ্রহণ করে। একইসঙ্গে হাসিনার সাথে নির্বাচনকে সমর্থন করেছিল এবং এই সুবিধাবাদী দল জড়িত ছিল ও মৌন সমর্থন করেছিল। মিরাজুল ইসলাম ইমন জানান, গত শনিবার বিকালে ফ্যাসিবাদ ও স্বৈরাচারের দোসর জাপার বিচারের দাবিতে ছাত্র- জনতার বিক্ষোভ মিছিল ছিল। যা শিববাড়ি মোড় থেকে শুরু হয়ে শহীদ হাদিস পার্ক পর্যন্ত। আমার নির্ধারিত সময় মিছিল নিয়ে বের হলে ডাক বাংলা যাবার সময় উদ্দ্যেশ প্রবন ভাবে কোন তৃতীয় পক্ষ জাতীয় পার্টি এর অফিস ভাংচুর করে ও রাস্তায় আগুন দেয়। যার সাথে কোনো ছাত্র-জনতা জড়িত ছিল না। প্রসাশনের কাছে নিরপেক্ষ তদন্ত করার দাবি করে তিনি আরও বলেন, তৃতীয় পক্ষ ঘোলা পানিতে মাছ শিকার করতে চায় এবং উক্ত অপ্রিতিকর ঘটনার সাথে জড়িত ছিল তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাই। যারা হাসিনার সাথে জড়িত ছিল তাদের দ্রুত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দ্রুত বিচার ও রায় বাস্তবায়ন করা হোক।