স্থানীয় সংবাদ

কুয়েটে জাঁকজমকপূর্ণভাবে আয়োজিত হলো ন্যাশনাল টেক ফেস্টিভ্যাল টেকনোমাইজ ১.০

খবর বিজ্ঞপ্তি ঃ খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিল্প প্রকৌশল ও ব্যবস্থাপনা বিভাগ (আইইএম) এর রোবোটিক্স এন্ড ক্যাড ক্লাব কর্তৃক আয়োজিত ওয়াল্টন লিফ্ট প্রেজেন্টস ঞবপযহড়সরুব ১.০ অনুষ্ঠিত হয়। ২রা নভেম্বর অনুষ্ঠিত অনুষ্ঠানে লাইন ফলোয়িং রোবট, ক্যাড কনটেস্ট, পোস্টার প্রেজেন্টশন এবং এডভারটাইজমেন্ট মেকিং সহ মোট চারটি সেগমেন্টে চল্লিশটির অধিক বিশ্ববিদ্যালয় হতে প্রায় সাড়ে চারশো শিক্ষার্থী অংশগ্রহণ করে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুয়েটের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ মাছুদ। সভাপতিত্ব করেন আইইএম বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. মোঃ রফিকুজ্জামান। অনুষ্ঠানে ভাইস-চ্যান্সেলর তার বক্তব্যে শিক্ষার্থীদের এরকম একটি অনুষ্ঠান আয়োজনের জন্য প্রশংসা করেন এবং সকল শিক্ষার্থীদেরকে তাদের দক্ষতা উন্নয়নের লক্ষ্যে এই ধরণের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য উদ্বুদ্ধ করেন। তিনি আরো বলেন, শিক্ষার্থীদের টেকনিক্যাল ও ক্রিটিকাল থিংকিং এর পারদর্শিতা যাচাই এর জন্য এ জাতীয় অনুষ্ঠান পড়ালেখার পাশাপাশি খুবই সহায়ক ভূমিকা পালন করে। আয়োজক কমিটিতে ছিলেন ক্লাব প্রেসিডেন্ট আশফাকুর রহমান শান্ত, জিএস সাইফ বিন ওসমানি। অনুষ্ঠানের মূল স্পন্সর ছিল ওয়াল্টন লিফ্ট ও সহ স্পন্সর ক্লিক ইআরপি সফটওয়্যার। এডভারটাইজমেন্ট মেকিং সেগমেন্টটি স্পন্সর করেছে স্বাস্থ্য বিষয়ক পরামর্শক অনলাইন প্লাটফর্ম সো গুড। লাইন ফলোয়িং রোবট সেগমেন্টটি স্পন্সর করেছে টেকশপবিডি, এছাড়া ওনলাইন লার্নিং পার্টনার ওস্তাদ, নলেজ পার্টনার লেক্সিকন। এছাড়া ছিল স্ন্যাকস্ পার্টনার ইফাদ, আইসক্রিম পার্টনার স্যাভোই আইসক্রিম।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button