স্থানীয় সংবাদ

যশোরে ৩৪টি অবৈধ ব্যাটারী অটো ও রিকসা আটক

# গোটা শহর যানজট মুক্ত স্বস্তিতে চলাচল করছে সব পেশার মানুষ #

মোঃ মোকাদ্দেছুর রহমান রকি যশোর থেকে ঃ সোমবার ৩ নভেম্বর সকাল থেকে যশোর শহর ও শহরতলীর বিভিন্ন সড়ক গুলো অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক ও মটর চালিত অটো রিকশা শুন্য থাকায় পৌরবাসীসহ সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। যশোর পৌরসভা কর্তৃক কাগজপত্র বিহীন অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক ও অটো রিকশা শহরে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়ায় এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। পৌরসভার মাইকিং উপেক্ষা করে কাগজপত্র বিহীন ইজিবাইক ও বিভিন্ন যানবাহন প্রবেশ করায় ৩৪টি জব্দ করা হয়েছে। যশোর পৌরসভা কর্তৃক অভিযানের প্রথম দিনে ৩৪টি আটক পূর্বক জব্দ করায় গোটা শহর ও শহর এলাকায় রীতিমতো হৈচৈ পড়ে যায়। ব্যাটারী চালিত ইজিবাইক ও অটো রিকশা মালিকেরা তাদের যানবাহন আটক এড়াতে সোমবার ব্যবসার জন্য চালকের কাছে দেয়নি। তবে শহর এলাকায় যে সব কাগজপত্র বিহীন ইজিবাইক ও যানবাহন চলাচল করতে দেখা গেছে সেগুলো চরম সর্তকর্তার মাধ্যমে চলাচল করেছে।সেক্ষেত্রে অবৈধ ও কাগজপত্র বিহীন ইজিবাইক ও অটো রিকশার মালিকেরা পড়েছে চরম বিপাকে। সূত্রগুলো বলেছে,যশোর শহরে পৌরসভা কর্তৃক চলাচলের জন্য ইজিবাইকের লাইসেন্স দেয়া হয়েছে ৪,৪৭৮টি,স্মার্ট বাইক ২৪টি,প্যাটেল চালিত রিকশা ২,৯০০ ও মালামাল বহনের জন্য ৩,০০০টি। এর বাইরে যা চলাচাল করছে তা সম্পূর্ন অবৈধ। তার কোন কাগজপত্র নেই। গত ৫ আগষ্ট এর পর থেকে ট্রাফিক পুলিশ মাঠে না থাকার সুযোগে যশোর জেলার বিভিন্ন উপজেলা থেকে ব্যাটারীচালিত ইজিবাইক ও অটো রিকশা ভাড়া খাটার জন্য যশোর শহরে ঢুকে পড়ে। গোটা যশোর শহর ও শহরতলী এলাকা ইজিবাইক ও অটো রিকশা গিলে ফেলে। প্রতিনিয়ত শহরের বিভিন্ন সড়কে ২ থেকে ৩ ঘন্টা বিরতিহীন যানজটে অতিষ্ট নগর বাসী ও সাধারণ মানুষ। যেখানে যশোর শহরে ব্যাটারী চালিত ইজিবাইক চলাচলের অনুমতি রয়েছে প্রায় সাড়ে ৪ হাজার । সেখানে চলাচল করতো ২০ হাজারের মতো। অটো রিকশার কোন হিসাব নেই। শহরের সিংহভাগই চলাচলে দখল করে নিয়েছে অটো রিকশা। প্যাটেল চালিত রিকশা দেখা মেলে গোটা কয়েকশ’ খানেক। শহরের অধিকাংশ সড়ক,মণিহার,দড়াটানা,উপশহর খাজুরা বাসস্ট্যান্ড প্রতিদিন যানজটে সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির মধ্যে ফেলতো। সোমবার ৪ নভেম্বর সকাল থেকে পৌরসভার অভিযানের ফলে জনসাধারনের মধ্যে স্বস্তি ফিরে এসেছে। সাধারণ মানুষ পৌরসভার এই অভিযানকে অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। অভিযানের ফলে বাইরে থেকে অবৈধ ব্যাটারী চালিত ইজিবাইক ও অটো রিকশা শহরে প্রবেশ করতে পারবেনা। ফলে যানজট মুক্ত শহরে পরিণত হবে এটা সকলের প্রত্যাশা।#

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button