স্থানীয় সংবাদ

রামপাল তাপ-বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা রড ছিনতাই নিয়ে ফকিরহাটে মারামারি : নিহত ১

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের রামপাল উপজেলার ভারত-বাংলাদেশ তাপ-বিদ্যুৎ কেন্দ্র থেকে চুরি করা রড ফকিরহাটের রাস্তায় ছিনতাই করা নিয়ে মারামারিতে আহত চোরচক্রের সদস্য ইমরান(৩৪) সোমবার সকালে মারা গেছে। আর আহত পিয়ার আলী (৩২) নামের একজন খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধিন আছে। নিহত ইমরান ফকিরহাটের ছোট খাজুরা এলাকার হযরত আলীর ছেলে। পুলিশ জানায়, গত ২৮ আক্টোবর সন্ধ্যার পর রামপাল পাওয়ার প্লান্ট এলাকা থেকে একটি মিনি ট্রাকে চোরাই রড নিয়ে ফকিরহাটের শ্যামবাগাত এলাকায় আসলে গোপন খবরের ওৎ পেতে থাকা পিয়ার আলী, ছোট্র, মাসুম, সাকিব ও তাইজুলসহ কয়েকজনে ট্রাকটি আটক করে চালক কে মারধর করে এবং ট্রাকটি শ্যমবাগাত এলাকার জয় জুট মিলের গলিতে নিয়ে যায়। এ খবর পেয়ে রড চোর চক্রের প্রধান ইমরান ও মাছুমসহ ১২/১৪ জন লোক ঘটনাস্থলে এসে যারা ট্রাকটি আটক করেছে তাদেরকে মারধর করে। এক পর্যায়ে মোঃ ইমরান ও পিয়ারকে ধারালো অস্ত্র দ্বারা এলোপাতাড়ী কুপিয়ে গুরুতর জখম করে। তাৎক্ষণিক ভাবে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। এখানে ইমরানের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য নেয়া হয়। ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে ইমরানের মৃত্যু হয়। এ বিষয়ে ফকিরহাট মডেল থানার নবাগত ওসি আলমগীর কবির বলেন, মারামারিতে আহত ইমরান নামের একজন ঢাকায় চিকিৎসাধিন অবস্থায় মারা যাওয়ার খবর শুনেছি। ঢাকায় লাশের ময়না তদন্ত শেষে ফকিরহাটে নিয়ে আসলে এখানে আইনগত প্রক্রিয়া করা হবে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button