গোপালগঞ্জে রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় আবদুল কুদ্দুস শেখ (৬৫) নামে এক রংমিস্ত্রিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার ভোরে কাশিয়ানী উপজেলার রাজপাট দক্ষিণপাড়ায় এ হত্যাকা- ঘটে। নিহত রংমিস্ত্রি আবদুল কুদ্দুস রাজপাট দক্ষিণপাড়ার বাসিন্দা। কাশিয়ানী থানার ওসি মো. শফি উদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, ভোরে ফজরের নামাজ পড়তে বাড়ি থেকে বের হন আবদুল কুদ্দুস। এ সময় তাকে দুর্বৃত্তরা ছুরি দিয়ে কুপিয়ে পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন খবর পেয়ে তাকে উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তিনি আরও জানান, নিহতের মেয়ে কয়েক মাস আগে তার স্বামী রফিকুল সরদারের নামে মামলা করেছেন। এর জেরে আবদুল কুদ্দুসকে হত্যা করা হয়ে থাকতে পারে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে এবং এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।
ইজিবাইকের চাপায় শিশু নিহত: গোপালগঞ্জের কোটালীপাড়ায় ব্যাটারি চালিত ইজিবাইকের চাপায় আরিয়ান শেখ (৫) নামে একটি শিশু নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে কোটালীপাড়া উপজেলার বড় দক্ষিণপাড় গ্রামে পশ্চিমপাড়-শুয়াগ্রাম সড়কে এ দুর্ঘটনা ঘটে। কোটালীপাড়া থানার ওসি মো. আবুল কালাম আজাদ জানান, বড় দক্ষিণপাড় গ্রামের আবদুল হক শেখের ছেলে আরিয়ান বাড়ির পাশের রাস্তায় দাঁড়িয়ে ছিল। এ সময় বেপরোয়া গতির একটি ইজিবাইক শিশুটিকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। স্বজনরা এ অবস্থায় শিশুটিকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।