স্থানীয় সংবাদ

বাগেরহাটে প্রকাশ্য দিবালোকে বিএনপি নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাট জেলা সদরে প্রকাশ্য দিবালোকে সজিব তরফদার (৪০) নামের একজন বিএনপির নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা নিশ্চিত করেছে দুবৃর্ত্তরা। এ সময় দুর্বৃত্তদের গুলিতে সজিবের সাথে থাকা তার চাচা কামাল (৫৫) আহত হয়েছেন। তাকে তাৎক্ষনিক উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরের পরপরই বাগেরহাট সদর উপজেলার ডেমা ইউনিয়নের মির্জাপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে এই হত্যাকা-ের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, নিহত সজিব তরফদার মোটর সাইকেলযোগে বাগেরহাট থেকে ডেমার উদ্দেশ্যে যাওয়ার সময় স্থানীয় মির্জাপুর মধ্যপাড়া গ্রামের মসজিদের পাশে কয়েকজন লোক তার মটরসাইকেলের গতিরোধ করতে বলে। প্রথমে মোটর সাইকেলটির গতিরোধ করতে না পারায় দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে । সাথে সাথে মটর সাইকেল আরোহী সজিব তরফদার মাটিতে পড়ে যায়। পরে তার শরীরে গুলি করে হত্যা নিশ্চিত করে ফেলে রেখে যায় হত্যাকারীরা। খবর পেয়ে সেনা সদস্যরা, পিবিআই পুলিশ ও বাগেরহাট সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। কি কারনে কারা তাকে হত্যা করেছে তা জানা যায়নি। নিহত সজীব তরফদার ডেমা গ্রামের মৃত সিদ্দিক তরফদারের ছেলে এবং ডেমা ইউনিযনের ৭ নং ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য । সজিবের স্ত্রী ও এক কন্যা সন্তান রয়েছে। এলাকাবাসীর ধারনা এলাকায় মৎস্য ঘের দখল- বেদখল নিয়ে শত্রুতার কারনে এ হত্যাকান্ড হতে পারে। বাগেরহাটের পুলিশ সুপার মোঃ তৌহিদুল ইসলাম বলেন, আমি এ ঘটনা শোনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয়দের সাথে কথা বলেছি। কি কারণে এই হত্যাকা-ের ঘটনা ঘটেছে তা তদন্ত করে বলতে পারব। হত্যাকারীদের গ্রেপ্তারের জন্য পুলিশের জোর চেষ্টা চলছে। মৃতদেহের সুরতহাল রিপোর্ট করে ময়না তদন্তের জন্য লাশ বাগেরহাট জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button