স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৩৫ : মৃত্যু নেই

এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৬০৮২ জন : মৃত্যু ১৯

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে একদিনে নতুন করে ৯ জেলায় ও দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৩৫ জন। এ সময়ে সরকারি কোন হাসপাতালগুলোতে ডেঙ্গুর মৃত্যুর কোন খবর পাওয়া যায়নি। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬০৮২ জন এবং মৃত্যু হয়েছে ১৯ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। এদিকে খুলনায় একটি বেসরকারি হাসপাতালে একজন ডেঙ্গু রোগীর মৃত্যু খবর পাওয়া গেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগে ৯ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৩৫ জন। এর মধ্যে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে খুলনায় ৪৬ জন।। এছাড়া বাগেরহাটে ৫ জন, যশোরে ২৭ জন, সাতক্ষীরায় ৬ জন, যশোরে ১৪ জন, ঝিনাইদহে ৫ জন, মাগুরায় ৪ জন, নড়াইলে ৭ জন, কুষ্টিয়ায় ২২ জন ও মেহেরপুরে ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১২ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে ৮ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬ হাজার ৮২ জন এবং মোট মৃত্যু হয়েছে ১৯ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১২ জনের । এছাড়া খুলনায় ১ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৭৮৬ জন, বাগেরহাটে ৮০ জন, সাতক্ষীরায় ১৪২ জন, যশোরে ৮৯৩ জন, ঝিনাইদহ ৩৮৭ জন, মাগুরায় ২০২ জন, নড়াইলে ৪৮২ জন, কুষ্টিয়ায় ৬৫০ জন. চুয়াড্ঙ্গাায় ১২২ জন, মেহেরপুরে ৪৯৬ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪২ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭০০ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪১৬ জন। রেফার্ড করা হয়েছে ৮৩ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৭ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১২৩ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ৭৩১ জন রোগী । এসময়ে মোট মৃত্যু হয় ১২ জনের।
নগরীতে বেসরকারি গাজী মেডিকেল কলেজ হাসপাতালে সূত্র মতে, গত একদিনে এই হাসপাতালে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন ২ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ১৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা প্রদান করা হয় ১২৯ জনকে। এর মধ্যে গত ২৯ অক্টোবর একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। এদিকে আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৩ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৬ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ১৬৯ জনকে। এছাড়া খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৫ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ৩৪১ জনকে। এর মধ্যে গত গতকাল মঙ্গলবার একজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button