স্থানীয় সংবাদ
কয়রায় একটি কলেজের গভর্নিং বডির সভাপতি বিএফইউজের সহকারি মহাসচিব শাওন
স্টাফ রিপোর্টার ঃ খুলনার কয়রা উপজেলার খান সাহেব কোমর উদ্দিন কলেজ গভর্নিং বডির সভাপতি পদে মনোনিত হয়েছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন-বিএফইউজে’র সহকারি মহাসচিব ও আমার দেশ খুলনা ব্যুরো প্রধান এহতেশামুল হক শাওন। কলেজ পরিচালনা কার্যক্রম সুষ্ঠুভাবে অব্যাহত রাখার স্বার্থে জাতীয় বিশ্ব বিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের অনুমোদনক্রমে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজ পরিদর্শক ( ভারপ্রাপ্ত) মো: আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত এক আদেশে গতকাল বুধবার (৬ নভেম্বর) তাকে ওই কলেজেন গভর্নিংবডির সভাপতি পদে অনুমোদন দেন। আগামী ২০২৫ সালের ৭ এপ্রিল পর্যন্ত এ কমিটির মেয়াদ ঘোষনা করা হয়।