মুক্তা খাতুন নামে গৃহবধূ দুই সন্তান স্বামী রেখে স্বর্ণালংকার নিয়ে উধাও

স্টাফ রিপোর্টার ঃ নগরীর খালিশপুর মুজগুন্নী উত্তর পাড়া থেকে মুক্তা খাতুন নামে এক গৃহবধূ দুই সন্তান স্বামী রেখে স্বর্ণালংকার যাবতীয় নিয়ে উধাও। মোঃ নাসিম বলেন, আমার স্ত্রী মুক্তা খাতুন (৩৬),গত ১৫ অক্টোবর সকাল ৭ টায় আমার অনুপস্থিতিতে আমাদের দুই সন্তান মোহন ফরাজী (১৭), মহিম ফরাজি (১৪) কে রেখে তার নিজের স্বর্নালঙ্কার ও তার পোশাক নিয়ে চলে যায়। পরবর্তীতে আমার স্ত্রীর ও আমার আত্মীয় স্বজনের নিকট খোঁজা খুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি।
আমার সন্তানদের নিয়ে এখন খুব কষ্টে আছি যদি কেউ আমার স্ত্রীকে পেয়ে থাকেন আমার মোবাঃ ০১৯১৪-৩৯৫৩৩৬ যোগাযোগ করবেন। তাকে খোঁজাখুঁজি করে না পেলে এলাকাবাসীর পরামর্শে খালিশপুর থানায় ৩১ অক্টোবর একটি অভিযোগ করা হয়েছে।
এই বিষয়ে খালিশপুর থানার এসআই মোঃ আজাদ বলেন, থানা ৩১ অক্টোবর একটি অভিযোগ হয়েছে। অভিযোগটির দায়িত্ব আমাকে দেয়া হয়েছে। তার বোনের বাড়ি সহ বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হয়েছে এখন পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। হজ অব্যাহত রয়েছে।