স্থানীয় সংবাদ

নগরীতে বাড়িতে ঢুকে হামলা ভাংচুর নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুট : থানায় অভিযোগ

স্টাফ রিপোর্টার ঃ নগরীর ২৬ নম্বর ওয়ার্ডে নাজিরঘাট মেইন রোডের শিমুলের বাসার ভাড়াটিয়া মোঃ মনি মুন্সির ছেলে মোঃ রনি মুন্সির (৩২) বাড়িতে দেশীয় অস্ত্রসহ ঢুকে গত ২৮ অক্টোবর রাত ১২ টার সময় হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। অস্ত্রের মুখে লাঠি চাপাতি দিয়ে মারধর করে তাকে জখম করা হয়। বাসায় থাকা মালামাল ভাংচুর এবং ঘরে থাকা নগদ ১ লক্ষ ৮৭ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার (২ জোড়া কানের দুল, ১টি চেইন, ১টি আংটি, ১টি স্মার্ট ফোন) লুট করে নিয়ে যায় তারা। এ সময় তাকে জানে মেরে ফেলার হুমকি প্রদান করে সন্ত্রাসীরা। এর পরেরদিন রাত ১০টার দিকে নিরালাস্থ তাবলিগ মসজিদের সামনে থেকে পুনরায় তাকে ধরে পাশ্ববর্তী গলির মধ্যে নিয়ে মারধর করে এবং ছুরি দিয়ে মেরে ফেলতে চাইলে তিনি প্রাণভয়ে দৌড়ে পালিয়ে যান। সন্ত্রাসীদের এমন আচরণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পরেছেন। এবং চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এবিষয়ে তিনি গত ৩০ অক্টোবর সোনাডাঙ্গা মডেল থানায় ৮ জনের নাম উল্লেখ করে একটি অভিযোগ দায়ের করেন। অভিযুক্তরা হলেন, হাফিজুল সানার মেয়ে সুমি ও মমতাজ, নুর ইসলামের পুত্র নিশান, ফারুকের পুত্র সজিব, মৃত আনোয়ারের পুত্র আব্দুল্লাহ, খোকা বাবুর্চির পুত্র ইউনুস, সোবাহান শিকদারের পুত্র ফোরকান শিকদার ও ইউসুফ কসাইয়ের পুত্র মামুন।
আতঙ্কিত রনি মুন্সি উপরোল্লিখিত সন্ত্রাসীদের হাত থেকে বাঁচতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button