স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১৩৭ : খুমেক হাসপাতালে মৃত্যু ১

এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৬৩৫৮ জন : মৃত্যু ২

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগে ও দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৩৯৭ জন। এ সময়ে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে একজন ডেঙ্গুর রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৩৫৮ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় (বুধবার ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগে ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১৩৭ জন। এ সময়ে খুমেক হাসপাতালে একজনের মৃত্যু হয়। এছাড়া একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে খুলনায় ৩৩ জন। এছাড়ায় বাগেরহাটে ৫ জন, সাতক্ষীরায় ৮ জন, যশোরে ১৫ জন, ঝিনাইদহে ১০ জন, মাগুরায় ৮ জন, নড়াইলে ৯ জন, কুষ্টিয়ায় ২০ জন, চুয়াডাঙ্গায় ৭ জন ও মেহেরপুরে ১ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৮ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৬ হাজার ৩৫৮ জন এবং মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৮৬১ জন, বাগেরহাটে ৮৮ জন, সাতক্ষীরায় ১৫৬ জন, যশোরে ৯২৮ জন, ঝিনাইদহ ৪১৩ জন, মাগুরায় ২১৫ জন, নড়াইলে ৪৯৮ জন, কুষ্টিয়ায় ৬৮৮ জন. চুয়াড্ঙ্গাায় ১৩১ জন, মেহেরপুরে ৫০০ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৪৬ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৩৩ জন। রেফার্ড করা হয়েছে ৮৯ জনকে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে বিউটি বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৭ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৩৬ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি হন ৭৬৫ জন রোগী । এসময়ে মোট মৃত্যু হয় ১৩ জনের। এদিকে আদ-দ্বিন মেডিকেল কলেজ হাসপাতালে গত একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৫ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ জন। বর্তমানে হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৮ জন। এ পর্যন্ত ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়া হয়েছে ১৭৯ জনকে।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button