স্থানীয় সংবাদ

খুলনাঞ্চলে চলছে ‘রোপা আমন’ কর্তনের কর্মযজ্ঞ

# প্রান্তিক চাষিরা ব্যস্ত সময় পার করছেন রোপা আমন কর্তন নিয়ে,
# সর্বশেষ তথ্যনুসারে খুলনাঞ্চলের ৪ জেলায় ২৯১৪৯ হেক্টর জমির ফসল কর্তন করা হয়েছে

মোঃ আশিকুর রহমান ঃ খুলনাঞ্চলের মাঠে মাঠে চলছে রোপা আমন ধান কর্তনের মহোউৎসব। তাইতো এই অঞ্চলের প্রান্তিক চাষিরা এখন ব্যস্ত সময় পার করছেন রোপা আমন কর্তন নিয়ে। যুগের পর যুগ ধরে এতদাঞ্চলের চাষিরা প্রকৃতির সাথে লড়াই করে চালিয়ে যাচ্ছেন তাদের জীবন-জীবিকার যুদ্ধ। তারা প্রতিকূল আবহাওয়া, প্রাকৃতিক দূর্যোগকে দূরে সরিয়ে রোদে পুড়ে, বৃষ্টিতে ভিজে, মাথায় ঘাম পায়ে ফেলে অক্লান্ত পরিশ্রম করে সারা বছর নানামুখি চাষাবাদ চালিয়ে গেলেন। ওই ধারাবাহিকতায় এই অঞ্চলের চাষিরা রোপা আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা পূরণ করতে সক্ষম হয়েছেন। ইতোমধ্যে খুলনাঞ্চলে শুরু হয়েছে রোপা আমন ধান কর্তনের মহা কর্মযজ্ঞ। কৃষকের ঘরে ঘরে চলছে উৎসবের আমেজ।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল সুত্রে জানা যায়, খুলনা অঞ্চলের অধিভূক্ত খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা ও নড়াইল জেলা রয়েছে। চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে খুলনাঞ্চলের ৪ জেলায় আবাদের লক্ষ্যমাত্রা ছিল ২৯৯৮০২ হেক্টর জমি। যার মধ্যে খুলনা জেলাতে ৯৪৮১০হেক্টর, বাগেরহাট জেলাতে ৭৩৩২২ হেক্টর, সাতক্ষীরা জেলাতে ৮৮৭৭০ হেক্টর ও নড়াইল জেলাতে ৪২৯০০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রানুসারে ওই ৪টি জেলার রোপা আমন আবাদ করা হয়েছে খুলনা জেলাতে ৯২৭১৯ হেক্টর, বাগেরহাট জেলাতে ৭৩২৩৪ হেক্টর, সাতক্ষীরা জেলাতে ৮৮৬৫০ হেক্টর ও নড়াইল জেলাতে ৪৩৪৩৫ হেক্টর জমি। আবাদ শেষ ইতোমধ্যে শুরু হয়েছে ধান কর্তনের কাজ। সর্বশেষ তথ্যনুসারে ৪ জেলায় ২৯১৪৯ হেক্টর জমির রোপা আমন কর্তন করা হয়েছে। যার মধ্যে খুলনা জেলাতে ৬৪৯০ হেক্টর, বাগেরহাট জেলাতে ৫৮৫ হেক্টর, সাতক্ষীরা জেলাতে ১৭৭৩০ হেক্টর ও নড়াইল জেলাতে ৪৩৪৪ হেক্টর জমি, যার হার ৯.৮%। বৃহস্পতিবার (৭ নভেম্বর) খুলনার উপজেলা ডুমুরিয়া, দিঘলিয়ারসহ ওই চার জেলার অধিভুক্ত বেশ কয়েকটি উপজেলা ঘুরে দেখা গেছে, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা এখন চরম ব্যস্ত সময় পার করছেন রোপা আমন কর্তন নিয়ে। চাষী আব্দুস সালাম জানান, প্রতিবছর জুলাই মাসের মধ্যে আমন চাষ সম্পন্ন হয়ে যায়। বিগত বছরের তুলনায় এবছর বেশ বৃষ্টিপাত ভালো হয়েছে। কৃত্রিম সেচের উপর এবছর কম নির্ভর হতে হয়েছে। তবে কৃষান খরচ, সারসহ কীটনাশকের দাম বেশি, জ্বালানি তেলের দামও বেশি। শত বাধা পেরিয়ে অবশেষে সাফল্যের মুখ দেখতে পাচ্ছি। ইতোমধ্যেই রোপা আমনের কর্তন শুরু হয়েছে। এখন ভালো ভাবে ঘরে ধানগুলো তুলতে পারলে চিন্তামুক্ত হয়। দিঘলিয়া উপজেলা কৃষক শাহিন জানান, ক্ষেতে দিকে সব সময় খেয়াল রাখতে হয়েছে। গাছে থোর আসা পর যেন ক্ষেতে পানি না জমে। কারণ পানি জমে গোড়া পচা রোগে ফসল আক্রান্ত করতে পারে। আমার সকল কষ্টের দিন শেষ। ইতোমধ্যে রোপা আমন ধানের কর্তন শুরু করেছি। শত বাধার মুখে পরেও ভালো ফলন হয়েছে। উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. রুবেল রানা জানান, আমার ব্লক হচ্ছে দৌলতপুর। এই ব্লকে এবার রোপা আমনের লক্ষ্যমাত্রা নির্ধারন করা হয়েছে ২০ হেক্টর জমি। লক্ষ্যমাত্রানুসারে রোপা আমনের চাষাবাদ সম্পন্ন হয়েছে। ইতোমধ্যে এই ব্লকের কৃষকেরা রোপা আমন ধানের কর্তন শুরু করেছে। যার হার প্রায় ৫০%। আশাকরি বাকি জমিতে যথাসময়ের কর্তন শেষ হবে।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা মোঃ আমিরুল ইসলাম বলেন, নড়াইল জেলার কালিয়া উপজেলার ৫নং সালামবাদ ইউনিয়নের ধুসহাটি, বিল বাউচ ও বলাডাঙ্গা ব্লকে ৫০০ হেক্টরের অধিক জমিতে রোপা আমন চাষাবাদ করা হয়েছে। ইতোমধ্যেই বিভিন্ন ব্লক পর্যায়ে রোপা আমন কর্তন শুরু হয়েছে। কৃষকেরা এখন চরম ব্যস্ত সময় পার করছেন ধান কর্তন নিয়ে। আমার ব্লকে চাষিরা ব্রি-ধান ৪৯, ব্রি-ধান ৫১, ৫২, ব্রি- ধান ৮৭, ব্রি-ধান ১০৩, বি-আর ১১, হাইব্রীড ধানী গোল্ড, হীরা, স্বর্ণা ধানের আবাদ করেছে। উপরোক্ত জাত গুলোর মধ্যে কৃষকেরা ব্রি- ধান ৮৭, ব্রি-ধান ১০৩, ধানী গোল্ড চাষ করে বেশি ফলন পেয়েছে। আমার ব্লকে ধান কর্তনের হার ১০-১৫% ।
খুলনাঞ্চলের দিঘলিয়া জেলার উপজেলা কৃষি অফিসার মো. কিশোর আহম্মেদ বলেন, আমার উপজেলাতে ১৯৫০ হেক্টর জমিতে রোপা আমনের চাষাবাদ করা হয়েছে। ইতোমধ্যে উপজেলাতে চাষকৃত হাইব্রিড, উফশী ও স্থানীয় জাতের রোপা আমন ধান কর্তন করা শুরু হয়েছে, চাষিরা এখন ব্যস্ত ধান কর্তন নিয়ে। দিঘলিয়া উপজেলার ইতোমধ্যে ১০০ হেক্টর জমির রোপা আমন ধান কর্তন সম্পন্ন হয়েছে। বাকী কর্তন যথাসময়ে শেষ হবে বলে আশাকরি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খুলনা অঞ্চল খুলনার অতিরিক্ত পরিচালক মো. রফিকুল ইসলাম বলেন, চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরে খুলনাঞ্চলের ৪ জেলায় আবাদের যে লক্ষ্যমাত্রা ছিল তার শতভাগ পূরণ হয়েছে। এখন আমন কর্তনের মৌসুম চলছে, এবছর রোগ বালাই কম। এবছর বৃষ্টিপাত বেশি হলেও ফসলের তেমন ক্ষতি হয়নি। ইতোমধ্যে রোপা আমন ধানের কর্তন শুরু হয়েছে। আশাকরি যথা সময়ের মধ্যে রোপা আমন ধানের কর্তনের কর্মযজ্ঞ শেষ হবে। ক্যাপশন ঃ খুলনাঞ্চলে চলছে শুরু হয়েছে রোপা আমন ধান কর্তন ও মাড়াইয়ের কাজ……..প্রতিনিধি।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button