খানজাহান আলী থানা বিএনপির স্মরণকালের সর্ববৃহৎ র্যালী
# জাতীয় বিপ্লবী সংহতি দিবস #
স্টাফ রিপোর্টার ঃ জাতীয় বিপ্লবী সংহতি দিবস উপলক্ষে আজকের র্যালির যে ঐক্য তা শুধু বিএনপির জন্য নয়, এই র্যালি সাধারণ মানুষের বলে মন্তব্য করেছেন খুলনা মহানগর বিএনপির সাবেক সহ সভাপতি ও যোগিপোল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মীর কায়সেদ আলী । শুক্রবার ফুলবাড়ীগেটে ‘জাতীয় বিপ্লব ও গণসংহতি দিবস’ উপলক্ষে খানজাহান আলী থানা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের সাবেক নেতৃবৃন্দের উদ্যোগে আয়োজিত গণ-র্যালি শুরুর আগে ফুলবাড়ীগেট বাসষ্টান্ডের সামনে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন বিএনপি নেতা মীর কায়সেদ আলী।তিনি প্রশাসনের উদ্দেশ্য বলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ সামাজিক যোগাযোগ মাধ্যমে উস্কানি মুলক একের পর এক পোষ্ট দিয়ে আসছে এদেরকে অতিদ্রত আইনের আওতায় আনার দাবি জানান। সমাবেশ শেষে স্বরনকালের র্যালী ফুলবাড়ীগেট থেকে শুরু হয়ে শিরোমনি শহীদ মিনারে গিয়ে র্যালীটি শেষ হয়। খানজাহান আলী থানা বিএনপির প্রতিষ্ঠাকালীন সভাপতি শেখ মতিয়ার রহমান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন দৌলতপুর থানা বিএনপির সাবেক সভাপতি মোঃ মোশারেফ হোসেন। প্রধান বক্তা ছিলেন খুলনা মহানগর বিএনপির সাবেক সিনিয়র যুগ্ন সম্পাদক অধক্ষ তরিকুল ইসলাম। যুবদল নেতা মোল্লা সোলায়মান ও সেচ্ছাসেকবকদল নেতা নাজমুল হুদা পলাশের পরিচালনায় বক্তৃতা করেন বিএনপি নেতা শফিকুল ইসলাম শফি, রফিকুল ইসলাম শুকুর, আ ঃ রব মুন্সি , হাদিউজ্জামান হাদী, আশরাফ ঢালী, আরিফুর রহমান মন্টু, মোল্লা গোলজার হোসেন, নাসির হোসেন, শরিফুল মেম্বার, সৈয়দ শাহাজান আলী, ফকরুল ইসলাম, খয়বার, ওহাব , আঃ হালিম, আরিফুল ইসলাম, মোল্লা লোকমান হোসেন, খলিলুর রহমান, আঃ হক মোড়ল, কামরুল ইসলাম মিয়া জান্নাত আলী, আজিজুর রহমান, সাবেক ছাত্রনেতা ইফতেখায়রুল ইসলম বাপ্পি, মোঃ জামাল হোসেন, ওবায়দুর রহমান , দিপুলী, শেখ আঃ সালাম, সবুর মোল্লা, জাহাঙ্গির, ইমলাক, মোঃ হালিম, যুবদল নেতা মোঃ কামরুল হাসান এরশাদ, গোলাম কিবরিয়া মেম্বার, ফয়সাল কবির বাবু , এনামুল, রফিকুল ইসলাম সুজা, মোঃ পলাশ, ছোট সলেমান, মহাসিন , মিয়া ইমরান, মনিরুল ইসলাম, রবিউল ইসলাম, ছাত্রদল নেতা সিফাত, আকাশ, আছাদুল, সাইদ হাওলাদার, শেখ আছাবুল্লাহ মিশু, সেচ্ছাসেবকদল নেতা শহিদুল ইসলাম, মোঃ বিল্লাল হোসেন, ডাঃ শহিদ, মনিরুল ইসলাম, মোঃ সোহেল, আকাশ, ইয়ামিন, ইয়াসিন, আঃ সামাদ, আলিয়ান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শেখ হুমায়ুন কবির বিলাল ।