স্থানীয় সংবাদ

সুজেয় শ্যাম স্মরণে শোকসভা এবং গণশিল্পী সংস্থার বর্ধিত সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার ঃ বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের শব্দ সৈনিক, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের প্রখ্যাত সুরকার ও সংগীত পরিচালক, এবং বাংলাদেশ গণশিল্পী সংস্থার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সুজেয় শ্যামের স্মরণে এক শোকসভা অনুষ্ঠিত হয়। এই শোকসভা অনুষ্ঠিত হয় ৮ নভেম্বর ২০২৪, শুক্রবার, সাংস্কৃতিক বিকাশ কেন্দ্রে। এর আগে সকাল দশটায় বাংলাদেশ গণশিল্পী সংস্থার কেন্দ্রীয় কমিটির বর্ধিত সভা অনুষ্ঠিত হয়, যেখানে সংস্থার কার্যক্রমকে আরও শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় এডভোকেট মিনা মিজানুর রহমানকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে ঘোষণা করা হয়। এছাড়াও, সারা দেশে বাংলাদেশ গণশিল্পী সংস্থার কার্যক্রম সম্প্রসারণ এবং ব্যাপক কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণের ঘোষণা দেওয়া হয়। শোকসভায় উপস্থিত ছিলেন দেশের প্রখ্যাত সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মিনা মিজানুর রহমান এবং স্বাগত বক্তব্য রাখেন অধ্যাপক আব্দুস সালাম। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাহমুদুল হাসান, যিনি অত্যন্ত সুন্দরভাবে পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রফেসর শহিদুল ইসলাম, এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন নাট্যজন মামুনুর রশিদ, খাইরুল আলম সবুজ, শিল্পী তিমির নন্দী এবং সংস্কৃতি ব্যক্তিত্ব কাজী মিজানুর রহমান। তারা সুজেয় শ্যামের অবদান ও স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তার সৃষ্টিশীলতার কথা তুলে ধরেন। বক্তারা বলেন, “সুজেয় শ্যাম আমাদের স্বাধীনতার সংগ্রাম ও সংগীতের প্রতীক, তার সুর ও সৃষ্টিতে আজও বাঙালি জাতি অনুপ্রাণিত।” শোকসভায় বিশেষ গান পরিবেশন করে সুজেয় শ্যামের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়, এবং উপস্থিত সকলে তাকে শ্রদ্ধাভরে স্মরণ করেন।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button