সাংবাদিক বিএম শহিদুল্লার উপর দুর্বৃত্তদের হামলায়ক্ষুব্ধ সাংবাদিক মহল

রূপসা প্রতিনিধি ঃ রূপসায় সাংবাদিক বিএম শহিদুল্লার ওপর সংঘবদ্ধ হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাতে রূপসা উপজেলার ঘাটভোগ ইউনিয়নের গোয়ালবাড়ির চরে এ হামলার ঘটনা ঘটে। আহত সাংবাদিক বিএম শহীদুল ইসলাম খুলনা গেজেট অনলাইন পোর্টালের স্টাফ রিপোর্টার ও নিউজ টোয়েন্টি ওয়ান টেলিভিশনের খুলনা প্রতিনিধি হিসেবে কাজ করতেন। তিনি গোয়ালবাড়ি গ্রামের রুহুল আমিন ভুইয়ার ছেলে। হামলার বিষয়ে সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজু রহমান তিনি বলেন, ‘প্রায়ই দেখা যায়, যখনই কোনো প্রভাবশালী শক্তির বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে গণমাধ্যমকর্মীরা কথা বলতে যান, পেশাগত দায়িত্ব পালনের অংশ হিসেবে তথ্য সংগ্রহ করতে যান, তখনই সাংবাদিককের ওপর হামলা করা হয়, নির্যাতন করা হয়, সাংবাদিকদের কণ্ঠরোধের চেষ্টা করা হয়।’ সাংবাদিক বিএম শহিদুল্লাহ পাশে সাংবাদিক উন্নয়ন ফাউন্ডেশন। তার উপর যে হামলা হয়েছে আমি একজন সাংবাদিক নেতা হিসাবে আমি এর তীব্র নিন্দা জানিয়ে দ্রুত এসব ঘটনার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। আহত সাংবাদিক বিএম শহীদুল ইসলাম জানান, গোয়ালবাড়ি পরামানিক বাড়ির পাশে চিহ্নিত কয়েকজন ব্যক্তি কাঠ পুড়িয়ে কয়লা বানানোর চুলা তৈরি করছিল । এটি পরিবেশের জন্য ক্ষতিকর এ চুলা তৈরি করা অবৈধ ছিল। সম্প্রতি রূপসার ইউএনও জানতে পেরে চুলা তৈরি করা বন্ধ করে দেন। এ বিষয়টি ভুক্তভোগী কেউ ইউএনওকে জানালেও ওই ব্যক্তিরা তাকে সন্দেহ করে। কিন্তু ওই ঘটনার জেরে বৃহস্পতিবার রাতে তিনি বাড়ির পাশের মসজিদে এশার নামাজ আদায় শেষ করে বাড়ি ফেরার পথে হামলার শিকার হন। কিছু বুঝে উঠার আগে ৩০/৩৫ জন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তার শরীরে দেশি তৈরি অস্ত্র ও হাতুড়ি আঘাত করে । শেখ শফিকুল ইসলাম হামলায় সরাসরি নেতৃত্ব দেন। হামলার হাত থেকে নিজেকে রক্ষার জন্য মসজিদ সংলগ্ন একটি বাড়িতে আশ্রায় নেন। পরবর্তীতে স্থানীয়রা রূপসা থানায় বিষয়টি জানান। রূপসা থানার অফিসার্স ইনচার্জ মো: মনিরুল ইসলাম বলেন, বিষয়টি অবগত হয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা হবে।