গত ৪ মাসে খুমেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু ১৩ : হাসপাতালে ভর্তি ১৩৬

# খুলনা বিভাগে ৩ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ৪৩ জন
# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৬৪০১ জন, মৃত্যু -২১
স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ৩ জেলায় ও একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৪৩ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৪০১ জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে গত ৪ মাসে খুমেক হাসপাতালে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৩ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুকক্রবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগে ৩ জেলায় ও একটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ৪৩ জন। এছাড়া একদিনে সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে খুলনায় ৩০ জন। এছাড়ায় কুষ্টিয়ায় ৬ জন মেহেরপুরে ৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। এছাড়া সাতক্ষীরা মেডিকেল কলেজে ৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৬ হাজার ৪০১ জন এবং মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৮৯১ জন, বাগেরহাটে ৮৮ জন, সাতক্ষীরায় ১৫৬ জন, যশোরে ৯২৮ জন, ঝিনাইদহ ৪১৩ জন, মাগুরায় ২১৫ জন, নড়াইলে ৪৯৮ জন, কুষ্টিয়ায় ৬৯৪ জন. চুয়াড্ঙ্গাায় ১৩১ জন, মেহেরপুরে ৫০৩ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫০ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৩৪ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪৩৩ জন। রেফার্ড করা হয়েছে ৮৯ জনকে।
খুমেক হাসপাতালের সূত্র মতে, গত ৪ মাসে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ডেঙ্গু রোগী চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে মোট ১৩ জনের। এর মধ্যে আগষ্ট মাসে মৃত্যু ২ জন, সেপ্টেম্বরে মৃত্যু ৩ জন, অক্টোবারে মৃত্যু ৬ জন এবং নভেম্বর মাসে মৃত্যু হয়েছে দুই জন। মারা যাওয়ার মধ্যে পুরুষ ৬ জন এবং মহিলা ৭ জন রয়েছে।
খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গুতে বিউটি বেগম নামে এক মহিলার মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১৮ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৭ জন। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৩৬ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহন করেছেন ৭৩৪ জন রোগী।