মোল্লাহাটে ভোক্তা অধিকার দপ্তরের অভিযান : ২ লক্ষাধিক টাকা জরিমানা
বাগেরহাট প্রতিনিধি ঃ বাগেরহাটের মোল্লাহাট উপজেলা সদরে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও যৌথ বাহিনী দিনব্যাপী অভিযান পরিচালনার মাধ্যমে ২১’টি প্রতিষ্ঠানে মোট ২ লাখ ১৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টা হতে সন্ধ্যা পর্যন্ত একটানা এ অভিযান পরিচালিত হয়। বেকারী, আইসক্রিম ফ্যাক্টরি, ফার্মেসী, খাবার হোটেল, গার্মেন্টস, মুদি, ফল ও সবজিসহ মোট ২১ টি বিভিন্ন ধরনের ব্যবসায়ী প্রতিষ্টানে এ অভিযান করা হয়। বাগেরহাট জেলা ভোক্তা অধিকার সংরক্ষন দপ্তরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান শুক্রবার সকালে জানান, দোকানে মেয়াদ উত্তির্ন খাদ্য সামগ্রি রাখা, অতিরিক্ত মুল্যে বিক্রিসহ নানা অনিয়মের কারনে মোট ২১ টি প্রতিষ্ঠানে আর্থিক জরিমানা করাসহ তাদের কে সতর্ক করা হয়। এ অভিযানে সেনাবাহিনীর মেজর আরমান মোল্লাহাট থানার ওসি মোঃ শফিকুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।