স্থানীয় সংবাদ

খুলনা বিভাগে ৮ জেলায় একদিনে ডেঙ্গু রোগী ভর্তি ১১০ জন

# এ পর্যন্ত খুলনা বিভাগের ডেঙ্গু রোগী ছাড়াল ৬৫১১ জন, মৃত্যু -২১

স্টাফ রিপোর্টার ঃ খুলনা বিভাগের ৮ জেলায় ও দুটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল মিলে একদিনে নতুন করে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১১০ জন। এ পর্যন্ত খুলনা বিভাগে ১০ জেলাসহ দুই সরকারি হাসপাতালে মোট ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ৬৫১১জন এবং মৃত্যু হয়েছে ২১ জনের। খুলনা বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) অধিদপ্তরের ডেঙ্গু রোগী শনাক্ত ও মৃত্যুর এক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।
ওই ডেঙ্গু রিপোর্ট প্রতিবেদনে উল্লেখ করা হয়. গত ২৪ ঘন্টায় ( শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) নতুন করে খুলনা বিভাগে ৮ জেলায় ও দুটি সরকারি হাসপাতাল মিলে মোট ডেঙ্গ রোগী ভর্তি হয়েছে ১১০ জন। এর মধ্যে খুলনায় ৭ জন, সাতক্ষীরায় ৪ জন, যশোরে ২৩ জন, মাগুরায় ৮ জন, নড়াইলে ১৭ জন, কুষ্টিয়ায় ১৩ জন ও মেহেরপুরে ৪ জন। এছাড়া খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে ২৯ জন এবং সাতক্ষীরা মেডিকেল কলেজে ৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। এ পর্যন্ত খুলনা বিভাগে মোট ডেঙ্গু রোগী ভর্তি ছাড়াল ৬ হাজার ৫১১ জন এবং মোট মৃত্যু হয়েছে ২১ জনের। এর মধ্যে খুমেক হাসপাতালে চিবিৎসাধীন অবস্থায় ডেঙ্গু রোগী মৃত্যু হয়েছে ১৩ জনের । এছাড়া খুলনায় ২ জন, যশোরে ৩ জন, ঝিনাইদহ ১ জন এবং কুষ্টিয়ায় দুইজন ডেঙ্গু রোগীর মৃত্যু হয়। চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু রোগী ভর্তির মধ্যে খুলনায় ১৮৯৮ জন, বাগেরহাটে ৮৮ জন, সাতক্ষীরায় ১৬০ জন, যশোরে ৯৫১ জন, ঝিনাইদহ ৪১৩ জন, মাগুরায় ২২৩ জন, নড়াইলে ৫১৫ জন, কুষ্টিয়ায় ৭০৭ জন. চুয়াড্ঙ্গাায় ১৩১ জন, মেহেরপুরে ৫০৭ জন, সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫৫ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭৬৩ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে। বর্তমানে খুলনা বিভাগে সরকারি হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগী ভর্তি আছেন ৪১৮ জন। রেফার্ড করা হয়েছে ৯০ জনকে। খুমেক হাসপাতালের আরএমও ডাক্তার সুহাস রঞ্জন হালদার বলেন, গত ২৪ ঘন্টায় ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১২ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৭ জন। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ১৩৬ জন। চলতি বছরে এ পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসা গ্রহন করেছেন ৭৯৪ জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ১৩ জনের।
বেসরকারি খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, গত একদিনে ডেঙ্গু রোগী ভর্তি হয়েছে ১১ জন। এ সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরে যান ৬ জন। বর্তমানে এই হাসপাতালে ডেঙ্গু রোগী ভর্তি আছে ৩৯ জন। চলতি বছরে এ পর্যন্ত হাসপাতালে ডেঙ্গুতে চিকিৎসা গ্রহন করেছেন ৩৭০জন রোগী। এর মধ্যে মৃত্যু হয়েছে ২ জনের।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button