স্থানীয় সংবাদ

“রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প”

খবর বিজ্ঞপ্তি ঃ রূপসা গণস্বাস্থ্য কেন্দ্রের আয়োজনে ৭ নভেম্বর ১৫টি মসজিদের ইমাম ও গন্যমান্য ব্যক্তিদের সাথে এক মত বিনিময় সভার সিদ্ধান্তে গতকাল রূপসার মহিষাঘুনিতে রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র কার্যালয়ে সাইটসেভারর্স এর অর্থায়নে ব্র্যাকের আয়োজনে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। সেখানে মোট ১১৯ জন চক্ষু রোগীকে সেবা প্রদান করা হয়। যাদের মধ্যে বাছাইকৃত ৩৭ জনকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য বাগেরহাট দৃষ্টিদান চক্ষু হাসপাতালে পাঠানো হয়। তাদের যাওয়া-আসা, থাকা-খাওয়া, অপারেশন ও লেন্স এর খরচ সাইটসেভারর্স বহন করবে। এছাড়াও ২২ জন রোগীকে বিনামূল্যে চশমা প্রদান করা হয়। ২৪জন রোগীকে নির্ধারিত মূল্যে ঔষধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিল ব্র্যাকের অর্গানাইজার আল-আমিন গাজী। দৃষ্টিদান চক্ষু হাসপাতালের ডাক্তার ও স্টাফবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন ১৫ মসজিদের ইমামসহ রূপসা গণস্বাস্থ্য কেন্দ্র যুব সোসাইটির সভাপতি সাখাওয়াত হোসেন বিপ্লব, সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান, এসকেন মোল্লা, মঞ্জুরুল ইসলাম, নাজরীন মাহমুদ জুথি, গৌরব বসু, প্রসেনজিৎ বোস, মারুফ, মোঃ রাসেল, আরমান, রাতুল ও জুলকার নাঈম অমি প্রমূখ।

 

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button