স্থানীয় সংবাদ
ফুলতলায় জিকো হত্যা মামলায় আওয়ামীলীগ নেতাসহ গ্রেফতার ৪

স্টাফ রিপোর্টার ঃ জেলা গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ শনিবার দিবাগত রাতে ফুলতলা ও ডুমুরিয়া উপজেলায় পৃথক অভিযান চালিয়ে বিএনপি নেতা জিকো হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে ৪ ব্যাক্তিকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃতরা হলো দামোদর গ্রামের মৃতঃ আঃ রাজ্জাক ভুঁইয়ারর পুত্র ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান ভুঁইয়া নান্নু (৫৩), দামোদর উত্তরপাড়ার খলিলুর রহমানের পুত্র রিপন শেখ (৩৬), ডুমুরিয়ার খর্নিয়া গ্রামের সন্তোষ কুমার দে’র পুত্র বিশ^নাথ দে (৪৪) ও গুটুদিয়ার আঃ বারিক সানার পুত্র মোঃ মফিজুর রহমান সানা (৫৫)। পুলিশ জানায়, বিএনপি নেতা জিকো হত্যা মামলায় জড়িত থাকার সন্দেহে গ্রেফতারকৃতদের রোববার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়।