স্থানীয় সংবাদ

শিরোমনিতে বিনা লাভের সবজির দোকানে ক্রেতাদের উপচেপড়া ভিড়

# বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দের উদ্যোগ #

স্টাফ রিপোর্টার ঃ শিরোমণিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে ছাত্র সমাজের অফিসে “বিনা লাভের দোকান” (সবজির দোকান) এর উদ্ভোধন গতকাল অনুষ্ঠিত হয়। কোন লাভ ছাড়াই এই সবজির বাজার সকলের জন্য উন্মুক্ত। ‘যতটুকু প্রয়োজন ততটুকুই কিনি এবং দূষণমুক্ত পরিবেশের জন্য পলিথিন পরিহার করি। এই স্লোগানে এ দোকানে পণ্য বিক্রয় করা হচ্ছে। আজ সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত দোকানে বিনা লাভে বিক্রি হবে সবজি। এই দোকানে পিয়াজ,আলু, লাউ, মূলা ,লাল শাক, বেগুন, কাঁচামরিচ, রসুন ইত্যাদি পন্য বিক্রয় করা হবে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের খানজাহান আলী থানা শাখার নেতৃবৃন্দের মধ্যে এ সময় উপস্থিত ছিলেন মো. হাসিব, মো. লাবিব, মো.জোবায়ের, সালমান, মো.আরিফুল ইসলাম, জিম, রোহান, সোহান, আনাস, মো. ইমরান হোসেন, তানভীর হোসেন , অর্ণব, কাউসার প্রমূখ।

সংশ্লিষ্ট সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button